সোমবার, ৪ এপ্রিল ২০১৬
ব্যাংকিং কমিশন হচ্ছে না ।
Home Page » অর্থ ও বানিজ্য » ব্যাংকিং কমিশন হচ্ছে না ।বঙ্গ-নিউজ ডটকমঃ ব্যাংকিং কমিশন আপাতত গঠন করা হচ্ছে না । এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার (৩ এপ্রিল) সচিবালয়ে ‘ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম’ (ইআরএফ)-এর সঙ্গে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।উল্লেখ্য, সার্বিকভাবে ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়নে চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একটি ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হয়েছিল।
মতবিনিময় সভায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্র্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং কমিশন করার এখন কোন ইচ্ছা নেই আমার।’
এর কারণ হিসেবে তিনি বলেন, বিশেষ করে ব্যাংকিং খাতে অনেকগুলো ঘটনা-টটনা ঘটে গেছে, সেখানে যেসব ইনকোয়ারি হচ্ছে, সেগুলো লিমিটেড ইনকোয়ারি। এটার ফল-টল দেখা দরকার। তারপর ঠিক করা যাবে- ব্যাংকিং কমিশন করার প্রয়োজন কি আছে বা থাকলে কীভাবে সেটাকে কাস্ট করা যায়।’
প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, ‘অনেক হৈ চৈ করে ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট’ (এফআরএ)-টা পাস করলাম। কিন্তু এখন পর্যন্ত ‘এফআরএ কাউন্সিল’ গঠন করা সম্ভব হয়নি। আশা করছি, আগামী বছর এটা বাস্তবায়িত হবে।’
বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩১ ২৩৭ বার পঠিত