রবিবার, ৩ এপ্রিল ২০১৬

পানি শেষ তো বোতল উধাও!

Home Page » এক্সক্লুসিভ » পানি শেষ তো বোতল উধাও!
রবিবার, ৩ এপ্রিল ২০১৬



11952.jpegবঙ্গ-নিউজ ডটকমঃ মাত্রই পানি খেয়ে বোতলটা রাখলেন। আর সঙ্গে সঙ্গে বোতলটি উধাও হয়ে গেল! কেমন হবে? বিস্ময়কর হলেও সত্য, এমনই এক বোতল আবিষ্কার করেছেন অ্যারি জনসন নামের একজন শিক্ষার্থী।আয়ারল্যান্ড একাডেমি অব আর্টসের ছাত্র জনসন স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাওয়া এই বোতলটি তৈরি করেছেন শৈবালজাতীয় পদার্থ থেকে। প্রযুক্তিবিষয়ক ভারতীয় ওয়েবসাইট লজিক্যাল ইন্ডিয়া জানিয়েছে এ খবর।

পানিভর্তি অবস্থায় নিজ আকৃতিতেই থাকবে বোতলটি। তবে যতই পানির পরিমাণ কমবে, ছোট হতে থাকবে এটি। আর সবশেষে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

নিজের এই আবিষ্কার সম্পর্কে জনসন বলেন, ‘লাল শৈবাল পাউডার ও পানি মিশিয়েই তৈরি করা হয়েছে এটি।’

তবে স্বাস্থের জন্য এটি কতটুকু নিরাপদ? এই প্রশ্নের জবাবও দিয়েছেন জনসন। তাঁর বক্তব্য যেহেতু বোতলটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

আর মজার ব্যাপার হলো, বোতলটি খেতেও পারবেন আপনি! ‘প্রয়োজনে একটা কামড় দিয়েই দেখুন না’- মজা করে বলেন জনসন।

অনেকেই হয়তো জানেন না, একটি সাধারণ প্লাস্টিকের বোতল সম্পূর্ণ ধ্বংস হতে সময় লাগে পাক্কা সাড়ে চারশো বছর!

আর এই প্লাস্টিক বোতল প্রকৃতির জন্য ক্ষতিকর তো বটেই। তাই জনসনের তৈরি এই বোতল বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে প্লাস্টিকের ব্যবহার অনেক কমে আসবে।

সেদিক থেকে জনসনের এই আবিষ্কার হয়তো পৃথিবীকে আসন্ন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৩   ২৬৯ বার পঠিত