শনিবার, ২ এপ্রিল ২০১৬

কানের সংক্রমণ সারাবে স্মার্টফোন!

Home Page » এক্সক্লুসিভ » কানের সংক্রমণ সারাবে স্মার্টফোন!
শনিবার, ২ এপ্রিল ২০১৬



23214401.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আধুনিক জীবনকে স্মার্ট বানিয়েছে স্মার্টফোন। বিমানের টিকিট, ট্রেনের টিকিট, গ্যাসের বিল থেকে খবরের কাগজ সব কিছুই এক নিমেষে হাতের মুঠোয় পৌঁছে দেয় স্মার্টফোন। এবার থেকে কানের সংক্রমণও সাড়িয়ে তুলবে মুঠোফোন। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই অসাধ্য সাধন করেছেন।গবেষক দলের প্রধান ক্লড লব়্যাঁ জানিয়েছেন, ‘ওটিটিস মিডিয়া’ বা কানের সংক্রমণে ভোগেন বহু মানুষ। ঠিক সময় চিকিৎসকের পরামর্শ না নিলে বধিরতা অবশ্যম্ভাবি। সুইডিশ গবেষকরা অটোস্কোপ নামে একটি ইমেজ প্রসেসিং প্রযুক্তি আবিষ্কার করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে সংক্রমিত কানের পর্দার ছবি তোলা হবে। সেই ছবি স্মার্টফোনের মাধ্যমে ক্লাউডে আপলোড করা হবে। সেই ছবি দেখে চিকিৎসকেরা পর্যালোচনা করবেন রোগীর কানের অবস্থা। নিঃসন্দেহে এই প্রচেষ্টা গরিব দেশগুলির ক্ষেত্রে খুবই কার্যকরী হবে বলে আশা গবেষক দলের। গবেষণাপত্রটি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:১৪:০২   ৩২৮ বার পঠিত