রবিবার, ২৭ মার্চ ২০১৬

আমেরিকা মহাদেশভুক্ত দেশগুলি ব্যাপক হারে বন্যার শিকার হতে পারে।

Home Page » বিশ্ব » আমেরিকা মহাদেশভুক্ত দেশগুলি ব্যাপক হারে বন্যার শিকার হতে পারে।
রবিবার, ২৭ মার্চ ২০১৬



 

natural-disaster-tsunami.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে কমপক্ষে ১৩ মিলিয়ন আমেরিকানদের জীবন ঝুকির মধ্যে পড়তে পারে জলবায়ু পরিবর্তন জনিত কারণে সমুদ্রের ক্রমবর্ধমান উচ্চতাবৃদ্ধির ফলে।ন্যাশনাল ওশানিক এন্ড এটমোসফেরিক এডমিনস্ট্রেশন কর্তৃক পরিচালিত গবেষণায় এটাই প্রতীয়মান হয়েছে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৬ ফুট (১.৮মিটার) বেড়ে গিয়েছে ২০১০ সালে যা অত্যন্ত আশঙ্কাজনক। এই ্এলাকায় জনসংখ্যার ঘনত্ববৃদ্ধির উপর ভিত্তি করে উক্ত প্রতিবেদনে বলা হয়েছে যে এই আশঙ্কাজনক পানির উচ্চতাবৃদ্ধির কারণে ১৩ মিলিয়ন মানুষকে জলবায়ু পরিবর্তন ঘটিত শরণার্থীতে পরিণত করেছে।

সমীক্ষাটিতে আরো বলা হয়েছে ন্যূনতম পরিমান পানি বৃদ্ধিও যদি ঘটে তাহলে কমপক্ষে ৪.৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হবে।

আক্রান্ত জনগোষ্ঠীর শতকরা ৫০ ভাগ ফ্লোরিডাতে বসবাস করবে। এবং যদি সমুদ্রপৃষ্ঠের পানিবৃদ্ধি সর্বোচ্চ মাত্রায় ঘটে তবে মিয়ামির এক-তৃতিয়াংশ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৬   ৪২৩ বার পঠিত