রবিবার, ২৭ মার্চ ২০১৬
এরদোগান ইউরোপে সন্ত্রাসী পাঠাচ্ছেন: জর্দানের রাজা।
Home Page » আজকের সকল পত্রিকা » এরদোগান ইউরোপে সন্ত্রাসী পাঠাচ্ছেন: জর্দানের রাজা।
বঙ্গ-নিউজ ডটকমঃ
জর্দানের রাজা আবদুল্লাহ বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপে সন্ত্রাসী রফতানি করছেন। সংঘাত-কবলিত মধ্যপ্রাচ্যকে সংঘাত থেকে মুক্ত করার ‘উগ্র’ প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি তা করছেন বলে আবদুল্লাহ অভিযোগ করেছেন। ফাঁস হয়ে-পড়া একটি চিরকুট থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। আবদুল্লাহ গত ১১ জানুয়ারি মার্কিন কংগ্রেসের সিনিয়র রাজনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে ওই অভিযোগ করেন। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান গতকাল শুক্রবার ওই দলিলটি উদ্ধৃত করে এই খবর প্রচার করেছে। জর্দানের রাজা বলেছেন, তুরস্কে চরমপন্থা উৎপাদন করা হচ্ছিল। তুরস্ক পাচার হয়ে যাওয়া তেল কিনছে বলেও তিনি জোর দিয়ে দাবি করেন। তুর্কি সরকার সিরিয়াগামী সন্ত্রাসীদের তার সীমান্ত অতিক্রম করতে দিচ্ছে বলেও আবদুল্লাহ উল্লেখ করেন। তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত তেল-ট্যাংকারগুলো তুরস্কে তেল পাচার করছে এমন ছবি প্রকাশ করেছে রাশিয়া। মার্কিন কংগ্রেসের সভাপতিম-লী, সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সিনেটর ম্যাককেইন, বব কর্কার ও মিচ ম্যাককোনেল এবং হ্যারি রেইডসহ আরও অনেক মার্কিন নেতাও উপস্থিতি ছিলেন। সূত্র:রেডিও তেহরান
বাংলাদেশ সময়: ১৩:০৫:২৩ ৩৬৬ বার পঠিত