রবিবার, ২৭ মার্চ ২০১৬
বিডিএইচপিএ ও ওয়ালেটমিক্সের মধ্যে চুক্তি
Home Page » অর্থ ও বানিজ্য » বিডিএইচপিএ ও ওয়ালেটমিক্সের মধ্যে চুক্তিবঙ্গ-নিউজ ডটকমঃ ২৬শে মার্চ ২০১৬, ওয়ালেটমিক্স এর অফিসে বিডিএইচপিএ (বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার এসোসিয়েশন) এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়।এর ফলে বাংলাদেশের যেকোন ব্যাংকের ইস্যুকৃত ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করে অনলাইনে নিবন্ধন ও রিনিউয়াল ফি দিতে পারবেন বিডিএইচপিএ এর সকল সদস্যগণ।
এছাড়াও বিডিএইচপিএ এর সদস্যরা সাশ্রয়ী মূল্যে ওয়ালেটমিক্স এর পেমেন্ট গেটওয়ে সেবা গ্রহণ করতে পারবে। চুক্তিটিতে ওয়ালেটমিক্সের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. হুমায়ুন কবির এবং বিডিএইচপি এর সভাপতি সালেহ আহমেদ।
এ বিষয়ে বিডিএইচপি এর ডিরেক্টর মো. মনিরুজ্জামান বলেন “নিঃসন্দেহে চুক্তিটি বিডিএইচপিএর জন্য একটি মাইলফলক এবং সকল সদস্যরা এতে দারুনভাবে উপকৃত হবে” ।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন (সহ-সভাপতি), মোহাম্মদ মনিরুজ্জামান (ডিরেক্টর), মাসুমূল হক এবং ওয়ালেটমিক্সের পক্ষে মো. আবুল বাশার (ম্যানেজার), মো. ফারুক হোসাইন (এক্সিকিউটিভ)।
বাংলাদেশ সময়: ১২:০২:৩২ ৩১৫ বার পঠিত