রবিবার, ২৭ মার্চ ২০১৬

মুস্তাফিজ ভালো এবং স্মার্ট বোলার: টেইলর

Home Page » এক্সক্লুসিভ » মুস্তাফিজ ভালো এবং স্মার্ট বোলার: টেইলর
রবিবার, ২৭ মার্চ ২০১৬



tttttttt.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। কিউদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং দৈন্যতায় ৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে ব্যাট হাতে সাকিব-তামিম-সাব্বির-সৌম্যরা ব্যর্থ হলেও বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে নতুন এক অধ্যায় শুরু করেন মুস্তাফিজ। ক্যারিয়ারের সেরা বল করে ঝড় তোলেন ইডেন গার্ডেনে। আর তাই ব্যাটিং নিয়ে সমালোচনা যতোই হোক, মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সিনিয়র ব্যাটসম্যান রস টেইলরও। হতেই হবে, সবমিলে ১০ খানা উইকেট, সেখানে মুস্তাফিজ একই তুলে নিলেন ৫টি!

শনিবার (২৬ মার্চ) ইডেন গার্ডেনে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সম্পর্কে বলতে গিয়ে টেইলর বলেন, মুস্তাফিজ একইসঙ্গে একজন ভালো এবং স্মার্ট বোলার। ও জানে প্রতিপক্ষকে কোন সময়ে কোন বলটি করতে হবে। আমাদের বিপক্ষে ও খুবই ভালো বোলিং করেছে। ওর বাউন্সারগুলো খেলা খুবই কঠিন ছিল।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের জয়ের দিনে সতীর্থ বোলার ও ব্যাটসম্যানদেরও প্রশংসায় ভাসান টেইলর। তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে আমাদের ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো ছিল। তাই এই ম্যাচে আমরা সহজ জয় পেয়েছি।

বাংলাদেশ সময়: ০:৫৬:১০   ৩৮৪ বার পঠিত