রবিবার, ২৭ মার্চ ২০১৬
তনু হত্যার প্রতিবাদে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
Home Page » প্রথমপাতা » তনু হত্যার প্রতিবাদে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ছাত্র-ছাত্রীদের মানববন্ধনবঙ্গ-নিউজ ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু (২০) হত্যার বিচারের দাবিতে শনিবার (সকাল ১১.০০) রাজধানীর উত্তরা হাউজবিল্ডিংয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও উত্তরার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্ব সাধারন।
মানববন্ধনে স্লোগানে মুখরিত করে “তনু হ্যাতার বিচার চাই বিচার চাই, আমরা সবাই তনুর ভাই তনু হত্যার বিচার চাই” মানববন্ধনে বক্তারা হুশিয়ারি প্রধান করেন তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবিতে অর্নথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রধান করেন বক্তারা।
অবশেষে মানববন্ধন শেষে রাজধানীর হাউজবিল্ডিং থেকে আজমপুর হয়ে জসিমউদ্দিন পর্যন্ত মিছিলের মাধ্যমে মানববন্ধন শেষ করেন।
বাংলাদেশ সময়: ০:৩০:০০ ৯০৪ বার পঠিত