শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
‘বাসায় গিয়ে ক্যারিয়ার নিয়ে ভাবব’
Home Page » আজকের সকল পত্রিকা » ‘বাসায় গিয়ে ক্যারিয়ার নিয়ে ভাবব’
বঙ্গ-নিউজ ডটকমঃ
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, বাংলাদেশ ক্রিকেট দলের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবসরে যাচ্ছেন। একাধিক সংবাদমাধ্যমও বিভিন্ন সময়ে মাশরাফিকে অবসর নিয়ে প্রশ্ন করেছেন। মাশরাফি পাশ না কাটিয়ে প্রতিবারই বলেছেন, ‘এখনো এগুলো নিয়ে চিন্তার সময় আসেনি’, ‘কে বলল আমি অবসরে যাচ্ছি?’, ‘আপনি কোথা থেকে শুনলেন আমি অবসরে যাচ্ছি?’। কোথায় থেকে উদ্ভট আশংকা করা হচ্ছে সে সম্পর্কে কোনো ধারণা নেই মাশরাফির নিজেরও। শুক্রবারও একই ধরণের প্রশ্নের মুখোমুখি মাশরাফি। প্রশ্নকর্তা জানতে চাইলেন, ‘আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কি আপনার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে?’ এতদিন তো শুধু টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্ন উঠেছিল। শুক্রবার প্রশ্নকর্তা জানতে চাইলেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে! মাশরাফির এদিনও সোজাসাটা উত্তর দিলেন, ‘বাসায় গিয়ে ক্যারিয়ার নিয়ে ভাবব’। ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময় পার করছেন মাশরাফি। দলকে সেরা সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন টাইগার দলপতি। তার হাত ধরেই বাংলাদেশ ওয়ানডেতে সেরা সাফল্য পেয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে। ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩৩ বছর বয়সি এ ক্রিকেটার নিজের দুই পায়ে সাতটি অপারেশন করে এখনো খেলে যাচ্ছেন। পায়ে সাতটি অপারেশন না হলে তার ক্যারিয়ার আরো দীর্ঘ হতে পারত। ১৬০টি ওয়ানডে খেললেও টেস্ট খেলেছেন মাত্র ৩৬টি। টি-টোয়েন্টি খেলেছেন ৪৮টি। ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে গেলেও ২০০৯ সালের পর এখন পর্যন্ত লাল বল হাতে দৌড়ানো হয়নি নড়াইল এক্সপ্রেসের।
বাংলাদেশ সময়: ১৯:৪১:৪৩ ৩৬৪ বার পঠিত