শুক্রবার, ২৫ মার্চ ২০১৬

সেনানিবাস থেকে নিষেধ তনুর হত্যা নিয়ে কথা বলাঃ নাসির উদ্দিন ইউসুফ

Home Page » এক্সক্লুসিভ » সেনানিবাস থেকে নিষেধ তনুর হত্যা নিয়ে কথা বলাঃ নাসির উদ্দিন ইউসুফ
শুক্রবার, ২৫ মার্চ ২০১৬



fr203.jpg   বঙ্গ-নিউজ ডটকমঃ শাহবাগ আন্দোলনের অন্যতম গুরু এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা এবং কুমিল্লা সেনানিবাসে তার লাশ পাওয়া যাওয়া সম্পর্কে ‘আলোচনা না করতে’ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। গতকাল এক প্রতিবাদ কর্মসুচিতে তিনি এসব কথা বলেন। বঙ্গ-নিউজ ইউসুফের বক্তব্য প্রকাশ করেছে। পোর্টালটির সংবাদ থেকে তার বক্তব্য তুলে দেয়া হল– “এ সম্পর্কে মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘আমার কাছে সকল নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীর চেহারা কিন্তু একই। আর তা হল বাংলাদেশের মুখ। আমার মনে হয়েছিল কী করে এমন এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে, যে মেয়ে জীবনের আনন্দ পেতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করতে চেয়েছিল। এরকম একটি সম্ভাবনাকে কারা হত্যা আর ধর্ষণ করলো? সেনানিবাস থেকে আমাকে বলা হলো, এটা নিয়ে যেন আলোচনা না হয়, আমি মিটিংয়ে রাগারাগিও করি এবং আসার সময় গিয়াসকে বললাম, দেখো এ নিয়ে কিছু করতেই হবে তোমাকে। পরে হাসান আরিফকে চেষ্টা করে ফোনে না পেয়ে মনোকষ্ট থেকে ফেসবুকে একটা স্ট্যাটাসে লিখলাম- ‘তনুর মৃত্যু আমাকে অপরাধী করে’। পরে দেখি হাসান আরিফ এটা নিয়ে সুন্দর এক পোস্ট দিলো। এরপরই আজ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হল সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে। আমি সবাইকে আহ্বান জানিয়েছি। সামগ্রিকভাবে ভাবতে হবে, ব্যক্তিগতভাবে অনুভব করতে হবে- আমার ওপর আঘাত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হয়েছে এবং এটা নিয়ে বলা

বাংলাদেশ সময়: ২:২৬:১৩   ১৩২৭ বার পঠিত