বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
ভারত কাঁপিয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশের
Home Page » ক্রিকেট » ভারত কাঁপিয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশেরবঙ্গ-নিউজ ডটকমঃ মুশফিক ফিরলেন নিজেকে অভিশাপ দিতে দিতে। মাহমুদুল্লাহ ফিরতেই চাইলেন না। কিন্তু তাদের ফিরতে হলো। আউট হলে উইকেটে দাঁড়িয়ে থাকার নিয়ম নেই। অথচ তারই এক অবিস্মরণীয় জয়ের সম্ভাবনা সৃষ্টি করছিলেন। যা পর্যবসিত হয়েছে শেষ ওভারে এক রানে হেরে। শেষ ওভার জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিলো ১২ রান। কিন্তু বাংলাদেশ থেমে যায় ১০ রান করে। ফলে এক রানের কষ্টে পুড়তে হয় বাংলাদেশকে।শেষ ওভারের প্রথম বলে এক রান মাহমুদুল্লাহ। পরের দুই বলে দুটি চার মেরে বাংলাদেশকে খুব কাছে নিয়ে যান মুশফিকুর রহিম। শেষ তিন বলে বাংলাদেশের দরকার দাঁড়ায় দুই রান। কিন্তু বাংলাদেশ নিতে পারেনি এক রানও। চতুর্থ ও পঞ্চম বলে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক ও মাহমুদুল্লাহ। বাংলাদেশের হারটা মূলত লেখা হয়ে যায় তখনই।
এর আগে ভারত ব্যাটিংয়ে করে ১৪৬ রান। বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখা শুরু করে তখনই। দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। দারুণ বোলিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সুরেশ রায়না।
পরে ভারতের হয়ে দুটি করে উইকেট নেন সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডে। পান্ডে দুটি উইকেটই নেন শেষ ওভারে। তার উইকেট দুটিই বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে।
বাংলাদেশ সময়: ১০:৩৯:২৫ ৩২০ বার পঠিত