বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬

রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে কেন্দ্রীয় ব্যাংক

Home Page » জাতীয় » রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে কেন্দ্রীয় ব্যাংক
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬



Bangladesh bank

বঙ্গ-নিউজ ডটকমঃ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য দেশটিতে ইতোমধ্যে একজন আইনজীবীও নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় এই মামলা করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।রিজার্ভ থেকে টাকা চুরি যাওয়ার পর ফেডারেল রিজার্ভ ব্যাংক এক বিবৃতিতে দাবী করে, টাকা চুরির বিষয়ে ব্যাংকটির সিস্টেমে কোন ত্রুটি ছিলনা। টাকার মালিক বা কর্তৃপক্ষের নির্দেশেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই অর্থ স্থানান্তর করা হয়েছে।এ বিবৃতির পরপরই কেন্দ্রীয় ব্যাংক আইনি প্রক্রিয়ার মাধ্যমে লোপাট করা অর্থ ফেরত আনার সুপারিশ করে। তাতেও কোন কর্ণপাত করেনি রিজার্ভ ব্যাংক। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান ফিলিপাইনের ব্যাংকো সেন্ট্রালের গভর্নর আমান্ডো টেটাংকো জুনিয়রের কাছে সহযোগিতা চেয়ে চিঠি লেখেন।

ওই সূত্র ধরেই দৈনিক দি ফিলিপিন্স ডেইলি ইনকোয়ারারের এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির খবর প্রকাশ করলে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে এই ঘটনার দায় মাথায় নিয়ে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। রিজার্ভ অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাটের লেনদেনে জড়িত থাকার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশন কর্তৃপক্ষও।

এছাড়াও এই কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার ব্যাংকের জুপিটার শাখার ম্যানেজার মাইয়া সান্তোষ দেগুইতো এবং সহকারী শাখা ম্যানেজার অ্যাঞ্জেলা তোরেজকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:২৯   ৩২৪ বার পঠিত