বুধবার, ২৩ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

Home Page » জাতীয় » বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে ‘নিষেধাজ্ঞা’
বুধবার, ২৩ মার্চ ২০১৬



 

4172e39e7686e1d5191a3f54cdcf2145.jpegবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা, ২৩ মার্চ- বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে সংবাদকর্মীরা এখন আর ইচ্ছেমত যাতায়াত করতে পারবেন না। তার পরিবর্তে মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

যদিও গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে সংবাদকর্মীদের যাতায়াতে অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার থেকে তা সব বিভাগের জন্য করা হয়েছে। এর আগে দেশের ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রণ সংস্থার সব বিভাগেই সংবাদকর্মীদের যাতায়াতের সুযোগ ছিল।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে অর্থ লোপাটের পর সাবেক গভর্নর আতিউর রহমানের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরের অব্যহতির পর পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদ কর্মীদের উপস্থিতিও বেড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, ‘অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেব।’

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২১   ৩৭৪ বার পঠিত