বুধবার, ২৩ মার্চ ২০১৬

ব্রাসেলস হামলার পর মুসলিম বিরোধিতায় সোচ্চার ট্রাম্প

Home Page » বিশ্ব » ব্রাসেলস হামলার পর মুসলিম বিরোধিতায় সোচ্চার ট্রাম্প
বুধবার, ২৩ মার্চ ২০১৬



b6e3c02222907b99220528d3ec9e8d8c.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ ওয়াশিংটন, ২৩ মার্চ- ব্রাসেলস হামলার পর ফের মুসলিম ও অভিবান বিরোথী বক্তব্য দিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে থাকা রিপাবলিকান দলের। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আরো সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এটা তো কেবল শুরু। এ ধরনের বিপর্যয় আরো হবে।’ মঙ্গলবার সকালে ব্রাসেলসে সিরিজ বোমা হামলায় ৩০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছে।

হামলার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আমি অনেক দিন ধরেই এ নিয়ে কথা বলছি। এখন ব্রাসেলসের অবস্থাটা দেখুন। কি সুন্দর একটা শহর ছিল ব্রাসেলস। কোনো অপরাধ ছিল না। আর এখন এটি একটি বিপর্যস্ত শহরে পরিণত হয়েছে। এখন আমাদের যুক্তরাষ্ট্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা যাদের দেশটিতে ঢুকতে দিচ্ছি, তাদের প্রতি আরো সজাগ দৃষ্টি রাখতে হবে।’

এরপরই তিনি মুসলিম শরণার্থীদের প্রতি বিদ্বেষ প্রকাশ করে বক্তব্য রাখতে শুরু করেন। তিনি বলেন,‘পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আমার ধারণা, এটা কেবল শুরু। পরিস্থিতি আরো খারাপ হবে। কেননা আমরা নির্বোধ আর অসচেতন। এসব লোকজনকে (মুসলিম শরণার্থী) আমাদের দেশে প্রবেশের অনুমতি দেয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের শুরুতেই বিদ্বেষমূলক বক্তব্যের কারণে আলোচনায় আসেন এই ধনকুবের। মুসলিম ও শরণার্থীদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে বিভিন্ন সময়ে তিনি সমালোচিতও হয়েছেন। বিরোধীদের বিক্ষোভের কারণে সম্প্রতি শিকাগোতে এক নির্বাচনী সভা বাতিল করে দিতে হয়েছে। এরপরও এইসব সাম্প্রদায়িক বিবৃতি দেয়া বন্ধ করেননি রিপাবলিকান দলের এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই বিদ্বেষকে পুঁজি করেই তিনি এতদূর এসেছেন।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৪৯   ২৫৫ বার পঠিত