ব্রাসেলস হামলার পর মুসলিম বিরোধিতায় সোচ্চার ট্রাম্প

Home Page » বিশ্ব » ব্রাসেলস হামলার পর মুসলিম বিরোধিতায় সোচ্চার ট্রাম্প
বুধবার, ২৩ মার্চ ২০১৬



b6e3c02222907b99220528d3ec9e8d8c.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ ওয়াশিংটন, ২৩ মার্চ- ব্রাসেলস হামলার পর ফের মুসলিম ও অভিবান বিরোথী বক্তব্য দিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে থাকা রিপাবলিকান দলের। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আরো সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এটা তো কেবল শুরু। এ ধরনের বিপর্যয় আরো হবে।’ মঙ্গলবার সকালে ব্রাসেলসে সিরিজ বোমা হামলায় ৩০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছে।

হামলার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আমি অনেক দিন ধরেই এ নিয়ে কথা বলছি। এখন ব্রাসেলসের অবস্থাটা দেখুন। কি সুন্দর একটা শহর ছিল ব্রাসেলস। কোনো অপরাধ ছিল না। আর এখন এটি একটি বিপর্যস্ত শহরে পরিণত হয়েছে। এখন আমাদের যুক্তরাষ্ট্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা যাদের দেশটিতে ঢুকতে দিচ্ছি, তাদের প্রতি আরো সজাগ দৃষ্টি রাখতে হবে।’

এরপরই তিনি মুসলিম শরণার্থীদের প্রতি বিদ্বেষ প্রকাশ করে বক্তব্য রাখতে শুরু করেন। তিনি বলেন,‘পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আমার ধারণা, এটা কেবল শুরু। পরিস্থিতি আরো খারাপ হবে। কেননা আমরা নির্বোধ আর অসচেতন। এসব লোকজনকে (মুসলিম শরণার্থী) আমাদের দেশে প্রবেশের অনুমতি দেয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের শুরুতেই বিদ্বেষমূলক বক্তব্যের কারণে আলোচনায় আসেন এই ধনকুবের। মুসলিম ও শরণার্থীদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে বিভিন্ন সময়ে তিনি সমালোচিতও হয়েছেন। বিরোধীদের বিক্ষোভের কারণে সম্প্রতি শিকাগোতে এক নির্বাচনী সভা বাতিল করে দিতে হয়েছে। এরপরও এইসব সাম্প্রদায়িক বিবৃতি দেয়া বন্ধ করেননি রিপাবলিকান দলের এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই বিদ্বেষকে পুঁজি করেই তিনি এতদূর এসেছেন।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৪৯   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ