সোমবার, ২১ মার্চ ২০১৬

প্রধান বিচারপতির মানহানির অভিযোগে জনকণ্ঠের সম্পাদকসহ তিনজন গ্রেপ্তার

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধান বিচারপতির মানহানির অভিযোগে জনকণ্ঠের সম্পাদকসহ তিনজন গ্রেপ্তার
সোমবার, ২১ মার্চ ২০১৬



atikulla-khan13082015_0002.jpg  বঙ্গ-নিউজ ডটকমঃ প্রধান বিচারপতির মানহানির অভিযোগে এক মামলায় আদালতের তলবে হাজির না হওয়ায় দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ হয়েছে।

অবমাননার দায়ে জনকণ্ঠ সম্পাদক, নির্বাহী সম্পাদকের সাজা

এই তিনজন হলেন- পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রয়।

ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী সোমবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসেসিয়েশনের সভাপতি আরফান উদ্দিন খান গত ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেন।

আরজিতে বলা হয়, “৪ ফেব্রুয়ারি পত্রিকাটির ৬ নম্বর পৃষ্ঠায় উপসম্পাদকীয় হিসেবে ‘অবসরের পরে রায় লেখা।। এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরোনামে স্বদেশ রায়ের এক লেখায় বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ‘২২ বছরের মি. সিনহা গোলাম আযমের সৃষ্ট শান্তি বাহিনীতে যোগ দিয়েছেন।’

“এরপর ১৯ ও ২০ জানুয়ারিতেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কয়েকটি বক্তব্য দিয়ে খবর ছাপা হয়, যা মানহানিকর ও মিথ্যা।”

ওই আবেদন শুনে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আতিক উল্লাহ খান মাসুদসহ তিনজনকে তলব করেন। ২১ মার্চ আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়।

ওই তলবের পরও সোমবার নির্ধারিত তারিখে তারা আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বলে বঙ্গ-নিউজ ডটকমকে জানান বাদীর আইনজীবী আরফান উদ্দিন খান।

বিচারাধীন বিষয়ে বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধ প্রকাশ করায় জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে গত অগাস্টে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সাজা দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ২১:০৭:৩০   ৩৫০ বার পঠিত