মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
নিজামীর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পৌঁছেছে।
Home Page » আজকের সকল পত্রিকা » নিজামীর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পৌঁছেছে।
বঙ্গ-নিউজ ডটকমঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পৌঁছেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুপ্রিম কোর্ট থেকে রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের জানান, বিচারপতিদের স্বাক্ষর হওয়ার পর রায়ের কপি ও মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হবে। তবে আসামিপক্ষের রিভিউ করার সুযোগ রয়েছে। সে বিবেচনায় আগামী ১৫ দিনের মধ্যে রিভিউ করা হলে পরোয়ানা স্থগিত থাকবে। এর আগে আজ বিকেল ৪টার দিকে ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আগামীকাল থেকে দিনগণনা শুরু হবে। তিনি বলেন, আসামিপক্ষ ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবে। রিভিউ আবেদন না হলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে। নিজামীর আইনজীবী এস এম শাহজাহান বলেন, রায় পাওয়ার পর আসামির সঙ্গে পরামার্শ করে রিভিউ আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:১৭:৫০ ৩৫৭ বার পঠিত