মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
মাগুরায় অপহরণের একদিন পর শিশু উদ্ধার।
Home Page » আজকের সকল পত্রিকা » মাগুরায় অপহরণের একদিন পর শিশু উদ্ধার।
বঙ্গ-নিউজ ডটকমঃ
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার থেকে আপন ফুফা কর্তৃক অপহরণের একদিন পর শিশু মিমকে (৪) উদ্ধার করেছে পুলিশ। মোবাইলে ২০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ার সূত্র ধরে শিশুটিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করে পুলিশ। শিশু মিম ও শালিখার চিত্রা ব্রিকস ইটভাটার শ্রমিক শাহীন সরদারের একমাত্র মেয়ে। তাদের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের। অপহরণকারী আলামিন মাগুরা সদর উপজেলার শিয়ালজুড়ি গ্রামের সাইদ মোল্যার ছেলে।
মিমের মা নাসিমা বলেন, আমরা অভাবের তাড়নায় দীর্ঘদিন যাবত শালিখার হরিশপুরের চিত্রা নামক ইটভাটায় শ্রমিকের কাজ করি। মিম অসুস্থ হওয়ায় রবিবার বিকেলে সীমাখালী বাজারে ডাক্তার দেখাতে আসি। এসময় আমার স্বামীও সঙ্গে ছিলেন। কিছু সময় পর আমাদের আপন ভগ্নিপতি আলামিন মোল্যা ও তার সহযোগী নায়েব আলী এসে আমাদের সঙ্গে কথা বলে মিমকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে যায়। কিন্তু ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে রাতে আলামিন মোবাইল ফোনে ২০ হাজার টাকার দাবি করে। মুক্তিপণ না দিলে মিমকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে আমরা শালিখা থানা পুলিশের শরনাপন্ন হই। পুলিশ মোবাইলের সূত্র ধরে মিমকে উদ্ধার করে। এ বিষয়ে শালিখা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৩ ৩২২ বার পঠিত