মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬

ইডেনকে স্মরণীয় করে রাখতে চান মাশরাফি।

Home Page » ক্রিকেট » ইডেনকে স্মরণীয় করে রাখতে চান মাশরাফি।
মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬



 mash1458045314

বঙ্গ-নিউজ ডটকমঃ
১৯৯০ সালের ৩১ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেনে প্রথমবার ও শেষবার খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এশিয়া কাপের সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। আড়াই দশক পর বাংলাদেশ দল আবারো ইডেন গার্ডেনে মাঠে নামছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাকিস্তান। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ম্যাচটিকে নিয়ে বাংলাদেশের উচ্ছ্বাসের শেষ নেই। ক্রিকেটারের উচ্ছ্বাসও ছড়িয়ে গেছে। তবে এদিন পর ইডেন গার্ডেনে ম্যাচ খেলার সুযোগটিকে কিভাবে দেখছেন মাশরাফি? সৌভাগ্য না দূর্ভাগ্য? উত্তরে মাশরাফি কৌশলী। মঙ্গলবার প্রথমবারের মত ইডেন গার্ডেনে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন,‘দূর্ভাগ্য কিংবা সৌভাগ্যের কথা কিছু বলবো না। আমি মনে করি বিশ্বকাপের মঞ্চে আমরা ইডেন গার্ডেনে খেলার ভালো একটি সুযোগ পেয়েছি। আমাদেরকে এ সুযোটিকে কাজে লাগাতে হবে।’ খেলোয়াড়দের উচ্ছ্বাসের কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা সবাই এখানে রোমাঞ্চিত। এখানে প্রায় ৯০ হাজার দর্শক থাকে। কালকের ম্যাচে হয়তো ততোটা হবে না। এটা বিশ্বের অন্যতম সেরা একটি ভেন্যু। আমরা চাই ভালো খেলতে ও স্মরণীয় করে রাখতে।’ ইডেনে ১৯৯০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি জিতে নিয়েছিল লঙ্কানরা। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৪৯ রান করে। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ ১৭৮ রানের বেশি করতে পারেনি। ৭৮ রানের নজরকাড়া ইনিংস খেলেছিলেন আতহার আলী খান। সেই আতহার আলী খান ২৫ বছর পর ইডেনে পা রাখছেন ধারাভাষ্যকার হিসেবে। প্রসঙ্গত, বাংলাদেশের সে সময়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিনহাজুল আবেদিন নান্নু।

বাংলাদেশ সময়: ১৯:০৭:১৯   ২৭১ বার পঠিত