সোমবার, ১৪ মার্চ ২০১৬
বায়োমেট্রিক সিম নিবন্ধন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল।
Home Page » আজকের সকল পত্রিকা » বায়োমেট্রিক সিম নিবন্ধন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল।
বঙ্গ-নিউজ ডটকমঃ
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ ছয়টি মোবাইল অপারেটর কোম্পানিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী এনামুল হক এ রিট দায়ের করেন। গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী এপ্রিল পর্যন্ত চলবে এ কার্যক্রম। এর মধ্যে নিবন্ধন করা না হলে স্বয়ংক্রিয়ভাবে সিম বন্ধ হয়ে যাবে। নতুন এ পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য প্রয়োজন হয়- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিমকার্ড ও এক কপি ছবি।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৮ ২৩৯ বার পঠিত