সোমবার, ১৪ মার্চ ২০১৬

গভর্নরকে তলব, বিমানবন্দরে নেমেই যেতে হবে মন্ত্রণালয়ে ।

Home Page » আজকের সকল পত্রিকা » গভর্নরকে তলব, বিমানবন্দরে নেমেই যেতে হবে মন্ত্রণালয়ে ।
সোমবার, ১৪ মার্চ ২০১৬



 untitled-1_120165

বঙ্গ-নিউজ ডটকমঃ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে আজ সোমবার বিকেলে জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এ বিষয়ে গভর্নরের দপ্তরকে জানানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাক হওয়ায় ঘটনার এক মাস পেরোলেও এখনো অর্থ মন্ত্রণালয়কে আনুষ্ঠিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষুব্ধ হয়েছেন। এ জন্য ব্যাখ্যা চাইতে গভর্নরকে তলব করা হয়েছে। গভর্নরকে অর্থ মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে কি না তা জানতে চাইলে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, ‘গভর্নর ড. আতিউর রহমান চারদিনের ভারত সফর শেষে আজ বিকেল ৪টায় দেশে ফিরবেন। আগামীকাল (মঙ্গলবার) বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। তাই আগামীকালের বোর্ড মিটিংয়ে তার উপস্থিতি বেশি জরুরি মনে করছে মন্ত্রণালয়।’ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও অর্থসচিব এস আসলাম বলেন, ‘ঘটনা ঘটার পর বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়কে কিছু জানানো হয়নি। গত ২৩ ফেব্রুয়ারি ও ১ মার্চ বোর্ড মিটিংয়ে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়নি। কোনো আলোচনাতেও বিষয়টি আনা হয়নি। অডিট কমিটির দুই মিটিংয়ে আমি ছিলাম। সেখানেও বিষয়টি আলোচনা করা হয়নি।’

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৩   ২৪৩ বার পঠিত