শুক্রবার, ১১ মার্চ ২০১৬

ত্বকের যত্নে আপেলের ফেসপ্যাক!

Home Page » এক্সক্লুসিভ » ত্বকের যত্নে আপেলের ফেসপ্যাক!
শুক্রবার, ১১ মার্চ ২০১৬



 apple-120160310052606

বঙ্গ-নিউজ ডটকমঃ

আপেলের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এটি শুধু আমাদের দেহে শক্তিই জোগায় না, এটি আমাদের ত্বকের যত্নেও ব্যাপক কার্যকর। আপেলের ফেসপ্যাক অনেক সুলভ এবং এটি অনেক বেশি সতেজ ও প্রাকৃতিকভাবে সুন্দর থাকার সহজ উপায় হতে পারে। আপেল ও লেবুর ফেসপ্যাক প্রথমে লেবুর রস ও আপেলের রস করে নিতে হবে। এক্ষেত্রে আপেলের ফলের অংশ পাল্প করে নিলেও হবে। এরপর ১/২ চা চামচ লেবুর রসের সাথে ১ চা চামচ অ্যাপল পাল্প ভালভাবে মিশিয়ে নিতে হবে। এটি পুরো মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি মুখের অতিরিক্ত তেল সরিয়ে ত্বককে সতেজ ও নমনীয় করে তোলে। আপেল ও মধুর ফেসপ্যাক ২টি আপেল, ১ চা চামচ মধু নিন। এবার আপেলের খোসা ও বীচি ছাড়িয়ে ভিতরের ফলের অংশটুকু নিয়ে পাল্প করে নিতে হবে। এরপর এই পেস্টের সাথে ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে। ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটি তৈলাক্ত মুখের জন্য অত্যন্ত উপযোগী।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৩০   ২৮০ বার পঠিত