বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩

ধোনিকে প্রশংসায় ভাসালেন গাঙ্গুলী

Home Page » খেলা » ধোনিকে প্রশংসায় ভাসালেন গাঙ্গুলী
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩



namma-thala-csk-chennai-super-kings-20999987-255-198.jpg কলকাতা: ভারতের সফল অধিনায়কের রেকর্ডটি মঙ্গলবার মহেন্দ্র সিং ধোনির কাছে ছেড়ে দিতে হলো সৌরভ গাঙ্গুলীকে। এতে কোন দুঃখ নেই কলকাতার মহারাজের। বরং সতীর্থের প্রশংসায় ঝড়লো গাঙ্গুলীর স্বরে। একই সঙ্গে বিদেশের মাটিতেও এমন পারফরমেন্স অব্যাহত থাকবে বলে ঝাড়খণ্ডের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কাছে আশাবাদ জানালেন সাবেক অধিনায়ক।

গাঙ্গুলী বলেন,‘ধোনির রেকর্ড প্রশংসনীয়। ২২ টেস্ট জেতা কিন্তু ছোট অর্জন নয়। আর গত দুই বছর ধরে তার যে খারাপ সময় যাচ্ছে এমন সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এ সফল্য এলো।’

সাবেক সকল অধিনায়কের পথ ধরে ধোনি দলকে আরো এগিয়ে নিবেন এমনটা মনে করেন তিনি,‘সামনের সময়গুলোতে আরো ভিন্ন ধরনের অধিনায়ককে দেখবেন আপনারা। সম্প্রতি আজহারউদ্দিন, শচীন, সৌরভ, দ্রাবিড় ও ধোনির মতো অধিনায়ককে ভারত দেখেছে। ক্রিকেটের রিলে দৌড়ে, প্রত্যেকেই তার দলকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য ধোনির এ অর্জন অবশ্যই দারুণ। আশা করি সে ক্রিকেটকে আরো সামনে এগিয়ে নিবে।’

শুধুমাত্র ঘরের মাঠে সফলতা দিয়ে অধিনায়কের গুণ যাচাই করা যায় না বলেও স্বীকার করলেন গাঙ্গুলী,‘আমি মনে করি না এটা ঠিক। গত ২৫ বছর ধরে ভারত ঘরের মাঠে কমই বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। একজন অধিনায়ককে যাচাই করতে অবশ্যই তার অ্যাওয়ে ম্যাচের রেকর্ড ঘাটতে হবে।’ আর সামনের দুই বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ধোনির সাম্প্রতিক সফলতা অব্যাহত থাকবে মনে করেন গাঙ্গুলী

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪০   ৫৮৫ বার পঠিত