শুক্রবার, ১১ মার্চ ২০১৬

চাকরি হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের মা!

Home Page » এক্সক্লুসিভ » চাকরি হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের মা!
শুক্রবার, ১১ মার্চ ২০১৬



 137054_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

শিশুদের সহায়তাকারী একটি সংস্থা রক্ষণশীল কাউন্সিল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মা তার চাকরি হারিয়েছেন। অক্সফোর্ডশায়ারে অবস্থিত সংস্থাটিতে কাজ করতেন ক্যামেরনের মা মেরি ক্যামেরন। মেরি ক্যামেরন বলেন, শিশু সহায়তা সংস্থাটি বন্ধ হওয়ায় তিনি দারুন মর্মাহত হয়েছেন। এর আগে, সংস্থাটি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে একটি পিটিশনও দায়ের করেছিলেন ক্যামেরনের মা। তবে পিটিশনটি ওয়েস্ট বার্কশায়ার কাউন্সিলের পক্ষে যাওয়ায় সিভেলি ও এরিয়ায় অবস্থিত শিশু সহায়তা কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়েছে। মিসেস ক্যামেরন প্রতিষ্ঠানটিতে প্রায় এক বছর কাজ করেছেন এবং এটি বন্ধ হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। শিশু কেন্দ্রটি বন্ধের বিষয় নিয়ে ছেলে ডেভিড ক্যামেরনের সাথে কথা বলেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, কারণ আমি হস্তক্ষেপ পছন্দ করি না।’ সূত্র: ডেইলি মেইল

বাংলাদেশ সময়: ১৪:২০:৩২   ২৪২ বার পঠিত