বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬
ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূর হচ্ছে।
Home Page » আজকের সকল পত্রিকা » ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূর হচ্ছে।
বঙ্গ-নিউজ ডটকমঃ
সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্যাডার-ননক্যাডার বৈষম্য দূর হচ্ছে। এখন থেকে সবাই নবম গ্রেডে সরকারি চাকরিতে যোগ দেবেন। তবে বিসিএস ক্যাডারে নির্বাচিতরা নবম গ্রেডে যোগদান করলেও তারা পিএসসি কর্তৃক মনোনীত কর্মকর্তাদের চেয়ে একটি ইনক্রিমেন্ট বেশি পাবেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত উপকমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আবুল কালাম আজাদ, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ ও জনপ্রশাসন সচিব কামাল আবু নাসের চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০:০৮:৫৭ ২৭৭ বার পঠিত