বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬

এবার মনোনয়নপত্র দাখিল অনলাইনে

Home Page » আজকের সকল পত্রিকা » এবার মনোনয়নপত্র দাখিল অনলাইনে
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃ অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান চালুর বিষয়টি চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। আইনগত বাধা দূর করে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ধাপগুলোতেই এ বিধান চালু হতে পারে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে (ই-ফাইলিং) মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান চালুর বিষয়টি বেশ আগেভাগেই চিন্তা ভাবনা করেছিল নির্বাচন কমিশন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে ও জমা দিতে বাধা দেওয়া এবং মনোনয়নপত্র ছিনতাই ও কেড়ে নিয়ে ছিড়ে ফেলাসহ বিবিধ অভিযোগ ওঠায়, কমিশন নতুন করে এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের বৈঠকে একজন কমিশনার এ বিষয়টি প্রস্তাব করলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদসহ অন্যরা তাকে সমর্থন করেন এবং চলমান ইউনিয়ন পরিষদের ৩য় ধাপের নির্বাচনের সময় এটা চালু করা যায় কী না, সে বিষয়ে খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এ বিষয়টি চিন্তা করছি। প্রযুক্তিগত এ বিষয়টির উন্নয়ন ঘটানোর প্রয়োজন রয়েছে।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনেই এই বিষয়টি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে বাস্তবায়ন করার চিন্তা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া কী হবে সেটা নির্বাচন পরিচালনা বিধিমালায় বলে দেওয়া হয়েছে। আর এর বাইরে কিছু করা যাবে না। কাজেই ই-ফাইলিংয়ের জন্য এই বিধির পরিবর্তনের প্রয়োজন হবে। আমরা বিধি পরিবর্তন করেই এটা করবো।
অবশ্য নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কমিশনের আন্তরিকতা থাকলেও তৃতীয় ধাপ থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানটি কার্যকর করা কঠিন হয়ে পড়বে। তাদের মতে ই-ফাইলিংয়ের জন্য সফটওয়ার তৈরি ও বিধিমালা সংশোধন দু’টোতেই সময়ের প্রয়োজন। তারা জানান, বিধিমালায় সংশোধন সামান্য হলেও তাতে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের দরকার হবে। অপরদিকে সফটওয়ার তৈরির জন্যও একটা সময়ের দরকার পড়বে।
প্রসঙ্গত: কমিশন ৬টি ধাপে দেশের ৪ হাজার ২৭৫টি ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে দুই ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল আগামী ১৫ মার্চ ঘোষণা হতে পারে। এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ হতে পারে ২৭ মার্চ। ফলে কমিশনকে এ ধাপ থেকে ই-ফাইলিং চালু করতে চাইলে এ ধাপের তফসিল ঘোষণার আগেই সেটা করতে হবে।
অনলাইনে মনোনয়নপত্র জমার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আগে থেকেই কমিশনের পরিকল্পনায় ছিলো। ভিসা-পাসপোর্ট, টেন্ডারিং, চাকরি, পরীক্ষা সবক্ষেত্রেই এখন ইন্টারনেটের মাধ্যমে আবেদন করার সুযোগ সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞানের এই সুযোগ নির্বাচন কমিশনও কাজে লাগাতে চায়। এতে করে কমিশনের সময় যেমন বেঁচে যাবে, তেমনি কেন্দ্রীয়ভাবে সব কিছুর নজরদারি বাড়বে। তবে কবে থেকে এই ব্যবস্থা চালু হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এই কমিশনার।
এদিকে অনিয়মের কারণে বুধবার দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ফেনীর ফুলগাজী উপজেলার ৬টি ইউপির নির্বাচন বন্ধ করে দিয়েছে ইসি। এ নিয়ে এ ধাপে মোট ৩৩টি ইউপির তফসিল বাতিল হলো। অবশ্য প্রথমে দুই দফায় ২৭টির তফসিল বাতিল হয়েছে সীমানা ও আইনি জটিলতার কারণে। ফলে দ্বিতীয় ধাপে এখন ৬৫১টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে।
অনিয়নের কারণে বন্ধ হওয়া ৬টি ইউপি হলো- ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট ও আনন্দপুর।
ইসি কর্মকর্তারা জানান, গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এজন্যই ফুলগাজীর সব ইউপি’র নির্বাচন বন্ধের সিদ্ধান্ত দিয়েছে ইসি। এ ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে কমিশন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমকে বরখাস্তের জন্য বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে একই ধরনের অনিয়মের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলার তিন ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছে। বুধবার এসব ইউপির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও বৃহস্পতিবার (৩ মার্চ) সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১:২৩:০৯   ২৭০ বার পঠিত