বুধবার, ২ মার্চ ২০১৬

ফের শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস!

Home Page » এক্সক্লুসিভ » ফের শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস!
বুধবার, ২ মার্চ ২০১৬



 Bill_Gates1456892071

বঙ্গ-নিউজ ডটকমঃ
আবারও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় উঠে এসেছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম। মঙ্গলবার ফোর্বস সাময়িকী বিশ্বের শীর্ষ ১৮১০ জন ধনীর তালিকা প্রকাশ করেছে।
গত বছর ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন ১৮২৬ জন। এবার সেই তালিকা থেকে ১০ জন কমে গেছে। ধনীদের নিট সম্পদের পরিমানও কমেছে। গত বছরের তুলনায় তাদের সম্পদ চলতি বছর সাড়ে ছয়শ কোটি ডলার কমেছে। টানা চতুর্থবারের মতো ধনীদের তালিকায় শীর্ষ অবস্থান দখল করে আছেন বিল গেটস। অবশ্য ২২ বছরের মধ্যে ১৭ বছরই শীর্ষে ছিলেন তিনি। মাঝে কেবল পাঁচ বছর শীর্ষ অবস্থান হারিয়েছিলেন গেটস। গত এক বছরে তার সম্পদের পরিমাণ কমেছে ৪২০ কোটি ডলার। ফোর্বসের হিসেবে এরপরেও গেটসের হাতে এখন সাড়ে সাত হাজার কোটি ডলারের সম্পদ রয়েছে। ৬ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জারা ফ্যাশনসের কর্নধার স্পেনের আমানসিও ওর্তেগা। যুক্তরাষ্ট্রের বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট ৬ হাজার ৮ কোটি ডলারের সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৪ হাজার ৪০৬ কোটি ডলার নিয়ে তালিকায় ৬ নম্বরে রয়েছেন। গত বছর জাকারবার্গ তালিকায় ১৬ নম্বরে ছিলেন। অপরদিকে ভারতের রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি শত কোটি ডলার সম্পদ মালিক ৮৪ জন ভারতীয়র মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন। গত বছর তেল ও গ্যাস ব্যবসায় ধস নামায় আম্বানির সম্পদের পরিমাণ কমেছে। চলতি বছর তার হাতে ১ হাজার ৯৩০ কোটি ডলারের সম্পদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১৭   ২৪২ বার পঠিত