সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬

ভিআর হেডসেট আনতে পারে এইচটিসি

Home Page » এক্সক্লুসিভ » ভিআর হেডসেট আনতে পারে এইচটিসি
সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬



এইচটিসিও আনতে পারে ভিআর হেডসেট

এইচটিসিও আনতে পারে ভিআর হেডসেটবঙ্গ-নিউজ ডটকমঃবিশেষজ্ঞরা বলছেন, ভারচুয়াল রিয়েলিটির (ভিআর) যুগ আসছে। স্পেনের বার্সেলোনায় এবার অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের বড় অংশ জুড়ে ছিল ভারচুয়াল রিয়েলিটি প্রযুক্তির প্রদর্শনী। স্যামসাং, এলজি, অকুলাস রিফটের মতো প্রতিষ্ঠান নতুন ভিআর হেডসেট দেখিয়েছে। এই তালিকায় যুক্ত হচ্ছে এইচটিসি। ভাইভ মোবাইল ফোনের জন্য ভারচুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করতে পারে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে এইচটিসি ক্রিয়েটিভ ল্যাবসের প্রধান ড্রিউ ব্যামফোর্ড বলেন, বিভিন্ন ধরনের ভারচুয়াল রিয়েলিটির পণ্য তৈরির বিষয়টি এইচটিসির জন্য অর্থবহন করে। এতে আমাদের ফোন ও ভিআর ব্যবসা এক হবে।

অবশ্য এইচটিসির ফোনের জন্য কোনো ভিআর হেডসেট তৈরির বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

বর্তমানে মোবাইল ভিআর হেডসেটের ক্ষেত্রে সবচেয়ে এগিয়েছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনের সঙ্গে এই ভিআর হেডসেট প্যাকেজ আকারে বিক্রি করছে স্যামসাং।

এলজি তাদের জি৫ স্মার্টফোনের ক্ষেত্রেও ভিআর হেডসেট দেওয়ার পরিকল্পনা করছে। এইচটিসিও এই পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৮   ৩১৭ বার পঠিত