শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬

শীর্ষে অক্ষয় ও ক্যাটরিনা

Home Page » বিনোদন » শীর্ষে অক্ষয় ও ক্যাটরিনা
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬



bg_Tees_Maarবঙ্গ-নিউজ ডটকমঃবলিউডে বেশ কয়েকটি ছবির সফল জুটি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ‘হামকো দিওয়ানা কার গ্যায়ি’ (২০০৬) থেকে শুরু করে ‘নমস্তে লন্ডন’ (২০০৭), ‘ওয়েলকাম’ (২০০৭), ‘সিং ইজ কিং’ (২০০৮), ‘দে দানা দান’ (২০০৯), ‘তিস মার খান’ (২০১০) ছবিতে দেখা গেছে তাদের দারুণ রসায়ন।

ছয় বছর পর আবার অক্ষয় ও ক্যাটরিনার নাম এলো পাশাপাশি। টাইমস সেলেবেক্সের জানুয়ারি মাসের তালিকায় অভিনেতাদের মধ্যে অক্ষয় আর অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন ক্যাটরিনা। ছবির ব্যবসায়িক সাফল্য, সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া খবরের সংখ্যা, বিজ্ঞাপনী চুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে এই ফল বেরিয়েছে।

বহুল প্রশংসিত ছবি ‘এয়ারলিফট’ ও চারটি বিজ্ঞাপনী চুক্তির সুবাদে গত মাসে তুমুল আলোচিত ছিলেন অক্ষয়। তাছাড়া সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

অন্যদিকে ‘ফিতুর’ নিয়ে প্রকাশিত নানান খবর, বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি ও তিনটি বিজ্ঞাপনী চুক্তি আলোচনায় রেখেছে ক্যাটরিনাকে।

ফলে ডিসেম্বর মাসের তালিকায় ১৩ নম্বরে থাকলেও এবার একলাফে উঠে এলেন শীর্ষে। তার স্কোর ১১.৯ থেকে বেড়ে হয়েছে ২১।

বলিউড অভিনেত্রীদের মধ্যে দুই নম্বর স্থানটি অক্ষুণ্ন রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তি প্রতীক্ষিত ছবি ‘জয় গঙ্গাজল’, ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের জন্য পিপল’স চয়েস অ্যাওয়ার্ড জয় ও পাঁচটি বিজ্ঞাপনের সুবাদে আলোচিত হন তিনি। চোখের পড়ার মতো উন্নতি করেছেন কঙ্গনা রনৌত। ১৪ থেকে তিনি উঠে গেছেন তিন নম্বরে। বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে বাকযুদ্ধ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচক পছন্দে সেরা অভিনেত্রী হওয়ার কারণে আলোচিত ছিলেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবিতে যুক্ত হয়ে আট থেকে চারে উঠেছেন আনুশকা শর্মা। এ ছাড়া সোনম কাপুর (নির্জা, দুটি বিজ্ঞাপন) ১৮ থেকে ১০ নম্বরে আর সানি লিওন (মাস্তিজাদে) ২৩ থেকে উঠে এসেছেন ১৪ নম্বরে। ‘সনম রে’ ছবির মুক্তি, পুলকিত সম্রাটের সঙ্গে প্রেমের গুঞ্জন আর দুটি বিজ্ঞাপনী চুক্তি থাকলেও চার থেকে পাঁচ নম্বরে নেমেছেন ইয়ামি গৌতম।

হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় কিস্তিতে অভিনয়ের ঘোষণা ও ছয়টি বিজ্ঞাপন হাতে, তবুও তিন থেকে ছয় নম্বরে নেমে গেছেন দীপিকা পাড়ুকোন। ১৬ থেকে সাত নম্বরে উঠেছেন জুহি চাওলা। এর কৃতিত্ব ‘চক এন ডাস্টার’ ছবির মুক্তি ও একটি বিজ্ঞাপন।

গত মাসে শীর্ষে থাকা কাজল নেমে গেছেন আট নম্বরে। দশ থেকে ৯ নম্বরে উঠেছেন শ্রদ্ধা কাপুর। তিনি আলোচিত ছিলেন ‘রক অন টু’ ও ‘বাঘি’ নিয়ে প্রকাশিত খবর আর দুটি বিজ্ঞাপনের জন্য।

১৮ থেকে দশে উঠেছেন সোনম কাপুর। শীর্ষ ৫০ অভিনেত্রীর তালিকায় নতুন ঢুকে ৪৬ নম্বরে আছেন আমিরা দাস্তুর। মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের সঙ্গে আন্তর্জাতিক ছবিতে অভিনয়ের সুবাদে আলোচিত হন তিনি। এ ছাড়া শেরলিন চোপড়া ৪৭ আর ইলি আবরাম আছেন ৪৯ নম্বরে।

অভিনেতাদের মধ্যে জানুয়ারি মাসে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে কয়েকজনের। ফারহান আখতার ১৪ থেকে আটে এসেছেন। ‘ওয়াজির’ ছবির মুক্তি ও স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের কারণে আলোচিত ছিলেন তিনি।

এ ছাড়া ঋষি কাপুর (সনম রে, কাপুর অ্যান্ড সানস) ৪৫ থেকে ৩২ নম্বরে আর ফাওয়াদ খান (কাপুর অ্যান্ড সানস) ৫০ থেকে এসেছেন ৩৮ নম্বরে।

শীর্ষ ৫০ অভিনেতার তালিকায় নতুন ঢুকে তুষার কাপুর (কেয়া কুল হ্যায় হাম থ্রি, মাস্তিজাদে) সাতে, আর মাধবন (সালা খারুস) ১৪ নম্বরে এবং বীর দাস (মাস্তিজাদে) রয়েছেন ১৬ নম্বরে।

২০১২ সালের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে টাইম সেলেবেক্স প্রকাশিত হচ্ছে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টির বেশি টিভি চ্যানেলের তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।

 

বাংলাদেশ সময়: ১২:২১:০৯   ২৯১ বার পঠিত