শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬

সিসিকে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন!

Home Page » বিশ্ব » সিসিকে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন!
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬



 6_14274-jugantor_5258_118117

বঙ্গ-নিউজ ডটকমঃ

সম্প্রতি মিসরের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করে নিজেকে বিক্রি করার কথা বলেছিলেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। সঙ্গে সঙ্গে তাকে নিলামে তুলে দেয় মিসরের কিছু কৌতুকপ্রিয় লোকজন। প্রেসিডেন্টকে বিক্রির জন্য তারা ফেসবুকে একটি পেজও খুলেছিল। সেখানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিসির দাম ওঠেছিল ১ লাখ ডলার। পরে অবশ্য পেজটি ফেসবুক থেকে সরিয়ে নেয়া হয়। যদিও স্রেফ মজা করার জন্যই পেজটি খোলা হয়েছিল। কিন্তু এ ঘটনায় সাবেক ওই সামরিক কর্মকর্তার প্রতি মিসরবাসী যে কতটা ক্ষুব্ধ, সেটি বেরিয়ে এসেছে। সম্প্রতি ২০৩০ সাল মেয়াদি একটি দীর্ঘ অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট সিসি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলে বসেন, ‘আমার যদি নিজেকে বিকিয়ে দেয়া সম্ভব হতো, তাহলে দেশের প্রয়োজনে আমি তাই করতাম।’ তার ওই বক্তব্যের পরপরই ফেসবুক ও টুইটার ভরে যায় নানা ধরনের কটূক্তি আর রসালো মন্তব্যে। পণ্যসামগ্রী কেনাবেচার সাইট ‘ই-বে’তে সিসির ছবিসহ পেজটি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০৬   ২৩১ বার পঠিত