বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬
বিরল রেকর্ডের সাক্ষী বাংলাদেশ-ভারত ম্যাচ
Home Page » ক্রিকেট » বিরল রেকর্ডের সাক্ষী বাংলাদেশ-ভারত ম্যাচএক বিরল রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ-ভারত ম্যাচ। ভারতের পাঁচজন বোলারের চারজনই একই ইকোনমি রেট নিয়ে ৪ ওভারের বোলিং কোটা শেষ করেছেন এদিন।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দেখা যায়নি। নিজের শেষ ওভারে রবীন্দ্র জাদেজা দুটি ওয়াইড না দিলে পাঁচ ভারতীয় বোলারের ইকোনোমি রেট একই হতো।
ভারতের হয়ে আশিষ নেহরা, যশপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও রবিচন্দ্রন অশ্বিন চার ওভারের স্পেলে সমান ২৩ রান করে দিয়েছেন। চারজনেরই ইকোনমি রেট ৫.৭৫। তবে নেহরা ৩ উইকেট পেলেও বাকি তিনজন পান একটি করে উইকেট।
কিন্তু শেষ ওভারে দুটি ওয়াইড দেওয়ায় ৪ ওভারে সর্বমোট ২৫ রান দেওয়া জাদেজার ইকোনমি রেট বেড়ে দাঁড়ায় ৬.২৫।
বাংলাদেশ সময়: ১৩:২৮:১০ ৩৩৬ বার পঠিত