বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬

বাংলাদেশে পোশাক খাতে কর্মপরিবেশের অগ্রগতি: ব্রিটিশ প্রতিমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশে পোশাক খাতে কর্মপরিবেশের অগ্রগতি: ব্রিটিশ প্রতিমন্ত্রী
বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬



 

বঙ্গনিউজ ডটকমঃবাংলাদেশে পোশাক খাতে নিরাপত্তা ও কর্মপরিবেশের ইতিবাচক অগ্রগতি হয়েছে। কর্মপরিবেশের উন্নয়নে ক্রেতাদের যুক্ত করে নেওয়া সমন্বিত উদ্যোগ (অ্যাকর্ড) এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যের এক সাংসদের লিখিত প্রশ্নের জবাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন এসব কথা বলেন।


যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি রিচার্ড বারডেন জানতে চান, বাংলাদেশে কর্মপরিবেশের উন্নয়ন ও নিরাপত্তার মান বৃদ্ধিতে নেওয়া উদ্যোগ (অ্যাকর্ড) কতটা কাজে এসেছে এবং এ বিষয়ে মূল্যায়ন কী?

 

জবাবে সোয়েইন বলেন, বাংলাদেশে ওই উদ্যোগের মাধ্যমে ২০১৩ সাল থেকে ১ হাজার ৩৯০টি কারখানায় নিরপেক্ষ পরিদর্শন চালানো হয়েছে। এসব কারখানা অ্যাকর্ডে স্বাক্ষরকারী ব্র্যান্ডগুলোর জন্য পোশাক তৈরি করে। পরিদর্শন-পরবর্তী যেসব কারখানা সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর জন্য পোশাক সরবরাহ অব্যাহত রেখেছে, সেই সব কারখানায় সংশোধিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দেওয়া হয়েছে। এতে বর্তমানে প্রায় ২৪ লাখ শ্রমিক তুলনামূলক নিরাপদ পরিবেশে কাজ করছেন।


সোয়েইন জানান, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’ শীর্ষক এক পর্যালোচনা হয়। এতে বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার মান উন্নয়নে অ্যাকর্ডের মতো বেসরকারি উদ্যোগগুলোর অবদানের কথা স্বীকার করা হয়।

বাংলাদেশ সময়: ১১:১৭:৪৬   ৪৫৬ বার পঠিত