মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬

তৈরি হলো কৃত্রিম ত্বক

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » তৈরি হলো কৃত্রিম ত্বক
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬



কৃত্রিম ত্বককৃত্রিম ত্বকবঙ্গনিউজ ডটকমঃসৌদি আরবের গবেষকেরা সাশ্রয়ী একাধিক সেন্সরযুক্ত কৃত্রিম ত্বক তৈরি করেছেন, যা চাপ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ—এসব অনুধাবনে সক্ষম। কৃত্রিম এই ত্বক তৈরিতে সাশ্রয়ী কাগজ ও অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়েছে। কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা দাবি করেছেন, তাঁদের তৈরি কৃত্রিম এই উপাদান ওষুধ ও রোবোটিকসে ব্যবহার করা যাবে। 

‘অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস টেকনোলজিস’ সাময়িকীতে প্রকাশিত হবে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।  

গবেষক মো. মুস্তাফা হোসেন বলেন, ক্রমাগত উন্নয়নের কারণে ইলেকট্রনিকস গণতন্ত্রীকরণ ভবিষ্যতের মূল বিষয় হবে। এ বিষয়ে পুনঃব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি ত্বকের মতো সেন্সরযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এবারই প্রথমবারের মতো এক প্ল্যাটফর্মে একাধিক সেন্সরযুক্ত কৃত্রিম ত্বক তৈরি করা হয়েছে, যা প্রাকৃতিক ত্বকের মতোই বিভিন্ন স্পর্শ বুঝতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৩   ৩৮৩ বার পঠিত