সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০১৬

অ্যাপেই খুলবে গাড়ির দরজা

Home Page » এক্সক্লুসিভ » অ্যাপেই খুলবে গাড়ির দরজা
সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০১৬



অ্যাপেই খুলবে গাড়ির দরজাবঙ্গনিউজ ডটকমঃচাবির বদলে স্মার্টফোনের অ্যাপ কাজে লাগিয়েই খোলা যাবে গাড়ির দরজা। শুধু দরজা খোলাই নয়, চালু করা যাবে গাড়ির ইঞ্জিনও। শুনতে অবাক লাগলেও এমনই এক প্রযুক্তির গাড়ি বাজারে আনতে যাচ্ছে শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো। ‘ভি৯০ ওয়াগন’ মডেলের চাবিবিহীন গাড়িটি আগামী বছরের মধ্যেই বাজারে আসবে। গাড়ি নির্মাতাদের মধ্যে ভলভোই প্রথমবারের মতো চাবিবিহীন গাড়ি বাজারে আনছে। জানা গেছে, চাবিবিহীন গাড়িটি নিয়ন্ত্রণে মালিকদের দেওয়া হবে বিশেষ ধরনের ব্লুটুথ প্রযুক্তিনির্ভর অ্যাপ। গাড়ির কাছাকাছি এসে অ্যাপটিতে নির্দেশনা দিলেই খুলে যাবে গাড়ির দরজা। গাড়ির ইঞ্জিনও চালু করতে হবে অ্যাপটি দিয়ে। অর্থাৎ অ্যাপটি ছাড়া কোনোভাবেই চলবে না গাড়িটি। পরিবারের একাধিক সদস্য চাইলে নিজেদের স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করে গাড়ি চালাতে পারবেন। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গাড়িটি কখন কে ব্যবহার করবে, তা অ্যাপে নির্দিষ্ট করতে পারবেন গাড়ির মূল মালিক। চাইলে দূর থেকে গাড়ির অবস্থান শনাক্তসহ আনলকও করতে পারবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৫০   ৩৭৩ বার পঠিত