সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০১৬
ডিজিটাল নোট বই আনল মাইক্রোসফট
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ডিজিটাল নোট বই আনল মাইক্রোসফটমাইক্রোসফট বলছে, এই অ্যাপটি এমন ডিজিটাল নোট বুক, যা হাতের লেখা আরও মসৃণ করে এবং লেখা সহজে পড়া যায়। এতে ইংক প্রযুক্তি, অপটিমাইজ টুল পিকার, কাগজ নির্বাচনের মতো নানা ফিচার আছে।
মাইক্রোসফট রিসার্চ প্রকৌশল ব্যবস্থাপক গেভিন জাঙ্ক বলেন, ‘সারফেস ট্যাব ও এর সঙ্গে থাকা পেনটির সুবিধা আরও কীভাবে বাড়ানো যায় এবং নোট বইয়ের বিকল্প হিসেবে কীভাবে দাঁড় করানো যায়, সে চেষ্টা থেকেই নতুন অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটিতে ২৫ পাতার একটি ভারচুয়াল নোটবই তৈরি করা যায়। পাতা ওল্টাতে স্ক্রিন সোয়াপ করলেই হয়। এটি সত্যিকারের নোট বইয়ের মতো অভিজ্ঞতা দিতে পারে। এতে কলম, পেনসিল ও হাইলাইটার কলম ব্যবহারের সুবিধা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৭:২৪ ২৮৬ বার পঠিত