রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৬

জসের কোমল কনসার্ট

Home Page » আজকের সকল পত্রিকা » জসের কোমল কনসার্ট
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৬



ঢাকার মঞ্চে গাইছেন জস স্টোনঢাকার মঞ্চে গাইছেন জস স্টোন

বঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশের শ্রোতারা জস স্টোনের গান খুব বেশি শুনেছেন কি? কনসার্টে আগত বেশ ক’জনের কাছে জানতে চাইলে তাঁদের কেউ বলেন, খুব একটা শোনা হয়নি। আবার কেউ বলেন, আজই প্রথম শুনব।

আলো জ্বললেই মঞ্চ থেকে দর্শকদের কাছে এগিয়ে আসেন জস স্টোন। উন্মুক্ত পদযুগল। এক পায়ে নূপুর, অন্য পা খালি। যে হাতে ব্রেসলেট নেই বেশির ভাগ সময় সেই হাতেই ধরে ছিলেন মাইক্রোফোন। তাঁর স্বতঃস্ফূর্ততায় বোঝাই যাচ্ছিল না যে বাংলাদেশে প্রথমবার এসেছেন তিনি।

আসনে বসেই শিল্পীর পরিচিত গানগুলো গুগল করে নিতে দেখা যায় এক দর্শককে। ব্রিটিশ এই শিল্পী ‘বিট লাভ’, ‘ড্রাইভ ওয়ান’, ‘সুইট ক্লোজ’ গানগুলোই হয়তো গাইবেন। গাইতে শুরু করলে দেখা গেল, মিলছে না। প্রথম দুটি গান করেই দর্শকদের উদ্দেশে বললেন, ‘এবার আমার সঙ্গে গাইতে হবে কিন্তু।’

মঞ্চ ছেড়ে ততক্ষণে জস স্টোন নেমে গেলেন দর্শকদের মধ্যে। তাঁদের বাড়িয়ে দেওয়া অসংখ্য হাত থেকে এক একটি করে হাত ধরে গাইতে গাইতে নাচতে লাগলেন। দর্শকদের নাচিয়েই শেষ নয়, নিজেও মঞ্চজুড়ে নেচে-গেয়ে একসার করেছেন। দর্শকেরা একের পর এক মুঠোফোনে ছবি তুলছেন দেখে, তিনিও দর্শকদের ছবি তুলে নিলেন নিজের মুঠোফোনে।

মঞ্চের ওপরে কখনো নেচে, কখনো চা পান করতে করতে দর্শকদের সঙ্গে গল্প আর রসিকতায় মেতে ওঠেন জস স্টোন। গেয়ে শোনান ‘নিউ বর্ন’, ‘সুপারডুপার লাভ’, ‘হ্যারি সিম্ফনি’, ‘টেল মি হোয়াট উই আর গনা ডু নাও’-সহ বেশ কয়েকটি গান। সব মিলিয়ে দর্শকেরা দারুণ উপভোগ করেন জসের কোমল এই কনসার্ট। বিশেষ করে বিভিন্ন দূতাবাস থেকে আসা বিদেশি অতিথিরা।

লাইভ স্কয়ার এন্টারটেইনমেন্টের আয়োজনে ‘পপ রিপাবলিক’ নামের এই কনসার্টে ঢাকার শিল্পীদের মধ্যে গান করেন মিনার, আরমীন, রাফা, এলিটা ও জন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:২৫   ৪২০ বার পঠিত