শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৬

জ্বর নয়, জ্বর–জ্বর ভাব?

Home Page » সারাদেশ » জ্বর নয়, জ্বর–জ্বর ভাব?
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৬



.বঙ্গনিউজ ডটকমঃগা গরম হওয়া আর জ্বর এক নয়। একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সকালে তাপমাত্রা ৯৮ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি বা সন্ধ্যার পর ৯৯ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে জ্বর হয়েছে বলে ধরে নিতে হবে।
প্রায়ই যদি জ্বর আসে
প্রায়ই সন্ধ্যায় হালকা জ্বর, রাতে ঘেমে যাওয়া—তার পাশাপাশি কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হলে যক্ষ্মার আশঙ্কা করা হয়। জ্বরের সঙ্গে প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা হলে মূত্রনালি কিংবা মূত্রথলির সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া যায়। শরীরে নানা রোগজীবাণুর সংক্রমণের কারণেই দীর্ঘমেয়াদি জ্বর হয়। কালাজ্বর, গোদরোগ, ম্যালেরিয়াসহ নানান রোগের জীবাণু নির্দিষ্ট এলাকা থেকে সংক্রমিত হতে পারে।
গা গরম?
আবহাওয়া ও আর্দ্রতার তারতম্যের কারণে গা গরম হতেই পারে। বয়স্ক নারীদের হরমোনের তারতম্যের কারণে গা ও মাথা গরম হয়ে যেতে পারে। সাধারণ সংক্রমণ দু-এক সপ্তাহেই সেরে যায়। তবে দীর্ঘমেয়াদি জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বরের সঠিক কারণ নির্ণয় না করে অকারণ অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়। এতে পরে রোগনির্ণয়ে সমস্যা হয়। কানের পেছনে বা বগলে থার্মোমিটার লাগিয়ে খুব সহজেই জ্বর মাপা যায়। নির্দিষ্ট সময় পরপর তাপমাত্রা মেপে লিখে রাখলে সঠিক রোগনির্ণয় করতে সুবিধা হয়।
ডা. মো. রোবেদ আমিন
মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

 

প্রশ্নোত্তর
প্রশ্ন: আত্মীয়দের মধ্যে বিয়ে হলে কি পরে ওই দম্পতির সন্তানদের কোনো সমস্যা হতে পারে?
উত্তর: কিছু রোগের জন্য দায়ী জিন মা-বাবা দুজনের মধ্যে থাকলে, তাঁদের সন্তানও একই অসুখে আক্রান্ত হয়। তবে মা অথবা বাবার যেকোনো একজনের শরীরে এমন জিন থাকলে, সন্তানের সেই রোগ হয় না। নিকটাত্মীয়ের মধ্যে একই ধরনের জিনগত ত্রুটি থাকার আশঙ্কা থাকে। এ রকম আত্মীয় নারী-পুরুষের বিয়ে হলে তাঁদের সন্তানেরও সেই জিনগত রোগ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৫৮   ৩৩৫ বার পঠিত