শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৬
গুগল অ্যাকাউন্ট ছাড়াই জিমেইল ব্যবহার
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » গুগল অ্যাকাউন্ট ছাড়াই জিমেইল ব্যবহারমেইল ব্যবহারকারীদের জন্য গুগল সেই সেবাটি চালু করতে যাচ্ছে। ইয়াহু, হটমেইল বা আউটলুক ব্যবহারকারীরা তাঁদের ইনবক্সকে জিমেলিফাই করতে পারবেন।
জিমেলিফাই ফিচারটি সব ই-মেইল অ্যাকাউন্টের লিংক এক করে জিমেইলের সঙ্গে যুক্ত করে জিমেইলের পুরো সুবিধা দেয়। কিন্তু এতে ই-মেইল অ্যাড্রেস না বদলালেও চলে। জিমেইল অ্যাপটি চালু করে তাতে ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে জিমেলিফাই সক্রিয় করতে হবে। এতে ব্যবহারকারীর হাতে পুরো নিয়ন্ত্রণ থাকে বলে যেকোনো সময় জিমেলিফাই থেকে অ্যাকাউন্ট সরিয়ে ফেলা যেতে পারে।
জিমেলিফাইয়ের সুবিধা হচ্ছে স্প্যাম প্রতিরোধ, দ্রুত সার্চ, গুগল নাউ, একসঙ্গে সব মেইল, উন্নত মেইল নোটিফিকেশন প্রভৃতি। এটি এখন পর্যন্ত শুধু অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহার করা যাচ্ছে।
যেভাবে জিমেলিফাই করবেন:
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে ব্যক্তিগত ই-মেইল ঠিকানা দিতে হবে। জিমেইল অ্যাপটি চালু করলে বাম দিকের ওপরের কোনায় একটি হামবার্গার মেনু দেখা যাবে। সেখান থেকে সেটিংসে গিয়ে যে ই-মেলকে জিমেইলের সঙ্গে যুক্ত করতে চাইলে তা করা যাবে।
বাংলাদেশ সময়: ১৩:১২:২৮ ২৯৪ বার পঠিত