মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত।
Home Page » জাতীয় » গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত।হাসান মাহমুদ,বঙ্গনিউজ ডটকমঃগাজীপুরের টঙ্গীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুয়েল নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, এ সময় তাদের দুই সদস্য আহত হয়েছেন।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, আজ মঙ্গলবার সকালে টঙ্গীর নৌবন্দর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি এখন থানায় রয়েছে। জুয়েলের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মামলা রয়েছে।
র্যাবের বর্ণনা অনুযায়ী, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর নৌবন্দর এলাকায় জুয়েল অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় জুয়েল র্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান জুয়েল।
পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৫০:৫৮ ৪৪৫ বার পঠিত