মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬

যা আসছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » যা আসছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬



স্যামসাং গ্যালাক্সি এস ৭বঙ্গনিউজ ডটকমঃ ২২ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। বড় বড় প্রায় সব নির্মাতাই এই আয়োজনে নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে। কোন নির্মাতা নতুন কোন স্মার্টফোন আনছে, তা দেখে কোনটা কোনটা আসছে তা দেখে নেওয়া যাক এবার।

স্যামসাং গ্যালাক্সি এস ৭স্যামসাং
প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ৭ এবং বাঁকানো পর্দার এস ৭ এজ বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। অসমর্থিত কিছু সূত্র বলছে, অ্যাপলের থ্রিডি টাচের মতো পর্দায় চাপের পরিমাণ বোঝার সেন্সর থাকবে নতুন দুটি ফোনে। সঙ্গে যোগ করা হবে দ্রুত ব্যাটারি চার্জ হওয়ার প্রযুক্তি। এর বাইরে, ভার্চ্যুয়াল রিয়েলিটি যন্ত্র গিয়ার ভিআর নিয়ে আয়োজন থাকতে পারে।

এলজি জি ৫এলজি
স্যামসাংয়ের নতুন স্মার্টফোন প্রকাশের ঘোষণা দেওয়ার ঘণ্টা কয়েক আগেই এলজি তাদের নতুন স্মার্টফোন এলজি জি৫ প্রকাশ করবে। স্মার্টফোনটির সবচেয়ে বড় চমকটা সম্ভবত এর কভারে। কভারটি স্পর্শকাতর পদার্থের তৈরি হবে, ফলে কোনো ফোনকলের উত্তর দেওয়াসহ অনেক কাজ সারা যাবে কভারের ওপর থেকেই।

এইচটিসি ভাইব ভিআরএইচটিসি
স্মার্টফোনের বিবেচনায় এইচটিসির কাছ থেকে এবার খুব একটা বড় কিছু আশা করা যাচ্ছে না। তবে তাদের ভার্চ্যুয়াল রিয়েলিটি যন্ত্র ভাইব ভিআরে চমক থাকতে পারে।

শিয়াওমি
চীনা এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমআই ৫ মডেলের নতুন স্মার্টফোন প্রকাশ করবে সেদিন। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগে বেইজিংয়ে প্রথম প্রকাশ করা হবে সেটি। স্মার্টফোনটিতে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন এবং উন্নত মানের প্রসেসর যোগ করা হবে।

হুয়াওয়ে
প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরে বাজার দখলের দৌড়ে বেশ ভালোই দক্ষতা দেখিয়েছে। এবারের মেলায় নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৯ বাজারে ছাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে স্মার্টঘড়িতেও চমক দেখাতে পারে।

বাংলাদেশ সময়: ১০:২২:৩৯   ২৪৯ বার পঠিত