সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬

২০১৩ সালের মামলায় মাহমুদুর রহমান নতুন আসামি, শ্যোন অ্যারেস্ট, ১০ দিনের রিমাণ্ড আবেদন

Home Page » জাতীয় » ২০১৩ সালের মামলায় মাহমুদুর রহমান নতুন আসামি, শ্যোন অ্যারেস্ট, ১০ দিনের রিমাণ্ড আবেদন
সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃ আমার দেশ সম্পাদক নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমান যখন ৭০ টি মামলায় জামিন পেয়ে মুক্তির প্রহর গুনছিলেন তখনই সরকার নতুন একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে। মাহমুদুর রহমানের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি মাসুদ আহমদ তালুকদার সোমবার সকালে আমার দেশকে এ খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সর্শেষ মামলায় রোববার আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর ও অপর একটি মামলায় পিডব্লিউ আদেশ প্রত্যাহারের পর রোববার অপরাহ্ন থেকে মাহমুদুর রহমানের মুক্তি ক্ষেত্রে কোন বাধাই যখন ছিল না, তখন পিডব্লিউ আদেশ জেলখানায় পাঠাতে সময় ক্ষেপন করা হয় ও নতুন একটি মামলায় মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ১০ দিনের জন্য রিমাণ্ডে নিতে আবেদন জানিয়েছে পুলিশ। 

২০১৩ সালের জানুয়ারি মাসে শাহবাগ থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনে মামলা নম্বর ৫০(১)/১৩ তে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আগামী ২২ ফেব্রুয়ারি রমান্ড আবেদনের ওপর সিএমএম কোর্ট-এ শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪২   ২৫৭ বার পঠিত