শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০১৬
আইনস্টাইনের কথাই সত্যি হলো
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আইনস্টাইনের কথাই সত্যি হলো
বঙ্গনিউজ ডটকমঃমহাকর্ষীয় তরঙ্গ সরাসরি শনাক্ত করার কথা ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। আপেক্ষিকতা তত্ত্বে এই মহাকর্ষীয় তরঙ্গেরই পূর্বাভাস দিয়েছিলেন আইনস্টাইন। এক শ বছর পর তাঁর পূর্বাভাসটি সঠিক বলে প্রমাণিত হলো।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই শনাক্তের ঘোষণা দেওয়া হয়। গবেষকেরা বলছেন, পৃথিবী থেকে এক শ কোটিরও বেশি আলোকবর্ষ দূরে দুটি কৃষ্ণ গহ্বরের সংঘর্ষের ফলে স্থান-কাল কীভাবে বেঁকে যায়, তা তাঁরা লক্ষ্য করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল লিগো কোলাবোরেশন বলছে, প্রথমবারের মতো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানে নতুন যুগের সূচনা হবে। গত কয়েক দশক ধরে অনুসন্ধানের পর গবেষণাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। এর মাধ্যমে ‘বিগ ব্যাং’ সম্পর্কে আরও জানার সুযোগ হতে পারে। তত্ত্ব অনুযায়ী ‘বিগ ব্যাং’ বা মহাবিস্ফোরণের মাধ্যমেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল।
লিগো কলাবোরেশনের গবেষণা প্রতিবেদনটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ফিজিক্যাল রিভিউ লেটার্সে প্রকাশের জন্য গৃহীত হয়েছে। লিগো কলাবোরেশন এ নিয়ে বিশ্বের কয়েকটি গবেষণাগারে পরীক্ষা চালায়। লিগো প্রজেক্টের নির্বাহী পরিচালক ডেভিড রিজ বলেন, ‘আমরা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করেছি। এই প্রথম মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে মহাবিশ্ব আমাদের সঙ্গে কথা বলল। এর আগ পর্যন্ত আমরা ছিলাম বধির।
বাংলাদেশ সময়: ১১:৩৬:২৮ ৩২১ বার পঠিত