শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০১৬
জমে উঠেছে গণিত উৎসব
Home Page » প্রথমপাতা » জমে উঠেছে গণিত উৎসববঙ্গনিউজ ডটকমঃশুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৬। আজ শুক্রবার সকাল নয়টার একটু পরে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অবস্থিত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে রঙিন বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করা হয়। দুদিনব্যাপী উৎসব শেষ হবে আগামীকাল শনিবার।
সারা দেশ থেকে বিজয়ী তেরো শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে। উৎসবের পেছনে রয়েছে ২৪টি অঞ্চল, প্রায় ৩০ হাজার শিক্ষার্থী, অর্ধলক্ষাধিক অভিভাবক, শতাধিক শিক্ষক ও সহস্রাধিক স্বেচ্ছাসেবকের পরিশ্রম।
দুই দিনব্যাপী উৎসবে উপস্থিত আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশিষ্ট গণিতবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, অধ্যাপক আবদুল হাকিম খান, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিদ এফ আর সরকার, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদারসহ বরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা।
বাংলাদেশ সময়: ১১:৩২:২৯ ৩১৩ বার পঠিত