বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৬

হোয়াইট হাউসে ওয়াই-ফাই বিপত্তি!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » হোয়াইট হাউসে ওয়াই-ফাই বিপত্তি!
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৬



হোয়াইট হাউসে সব জায়গায় নেই ওয়াই–ফাই সংযোগ l ডিজিটাল ট্রেন্ডসহোয়াইট হাউসে সব জায়গায় নেই ওয়াই–ফাই সংযোগ l ডিজিটাল ট্রেন্ডসবঙ্গনিউজ ডটকমঃধরাছোঁয়ার বাইরের অন্য কোনো জগতের মানুষ যেন তাঁরা। সেরা প্রযুক্তির সেবা রাষ্ট্রপতি বিনা মূল্যে পাবেন—এমনটা শুনতেই অভ্যস্ত সবাই। তবে এবার জানা গেল ভিন্ন কথা। হোয়াইট হাউসে নাকি ঠিকঠাক মতো তারহীন ওয়াই-ফাই সংযোগই পাওয়া যায় না। তাও আবার দুই কন্যার বরাত দিয়ে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। 

প্রেসিডেন্ট ওবামাও স্বীকার করেছেন সে কথা। তিনি উত্তরসূরিদের জন্য প্রযুক্তিতে অত্যাধুনিক এক হোয়াইট হাউস রেখে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক পুরোনো ভবন এটি। এমন অনেক জায়গা আছে যেখানে ওয়াই-ফাই সংযোগ কাজ করে না।’ 

মার্কিন মুলুকের দণ্ডমুণ্ডের এই কর্তার ধারণা ছিল, প্রেসিডেন্ট হিসেবে চমৎকার সব যন্ত্র ব্যবহারের সুযোগ পাবেন। কিন্তু বাস্তবে দেখা গেল চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তার দোহাই দিয়ে নাকি প্রযুক্তিতে অন্তত ৩০ বছর পিছিয়ে রাখা হয়েছে হোয়াইট হাউসকে। চলতি বছরে নির্ধারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে-ই ক্ষমতায় আসুক, তিনি নিশ্চয় এই বিষয়গুলো মাথায় রাখতে চাইবেন।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৫৪   ২৪৬ বার পঠিত