বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
চীনা নববর্ষে রোবট নৃত্য
Home Page » এক্সক্লুসিভ » চীনা নববর্ষে রোবট নৃত্যজাপান এমনই এক জাতি, যারা রোবটকেও নাচিয়ে ছেড়েছে। আর চীনারা আরেক জাতি, যারা এই রোবট দিয়ে দলীয় তো বটেই, গণনৃত্যের আয়োজন করতেও বাকি রাখেনি। মানুষের ক্ষেত্রে কাজটি সহজ হলেও ৫৪০টি রোবট একসঙ্গে তাল মিলিয়ে নাচানো কোনো সস্তা কথা নয়। প্রতিটি সাড়ে ১৬ ইঞ্চি উচ্চতা এবং দেড় কেজি ওজনের ২৪০টি রোবটের দলীয় নৃত্যের আয়োজনের কথা থাকলেও অনুষ্ঠানে চমক আনতে আরও ৩০০টি রোবট যোগ করা হয়। ৮ ফেব্রুয়ারি চীনা গায়ক সুন নানের গানের তালে তাল মিলিয়ে নেচেছে এই রোবটগুলো। সঙ্গী ছিল ২৯টি ড্রোন। এ ছাড়া আলোক প্রদর্শনী অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
চীনা নববর্ষ সামনে রেখে এই রোবট নৃত্যের আয়োজন করে চীনের সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)। টিভিতে অনুষ্ঠানটি ৭০ কোটির বেশি মানুষ দেখেছে বলে জানানো হয়। ছোট আকারের রোবট হলেও নাচের দৃশ্য ধারণ করা হয়েছে বড় পরিসরে।
বাংলাদেশ সময়: ১১:১২:১৭ ৩৭৬ বার পঠিত