বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
বিচারপতি মানিকের বিচারিক মর্যাদা প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতি কাছে আবেদন
Home Page » আজকের সকল পত্রিকা » বিচারপতি মানিকের বিচারিক মর্যাদা প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতি কাছে আবেদনবঙ্গনিউজ ডটকমঃআপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিচারিক মর্যাদা (জাজশিপ) প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতি বরাবর একটি আবেদন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক।
জাজশিপ প্রত্যাহার বলতে এ আইনজীবী বুঝিয়েছেন, বিচার বিভাগের প্রয়োজনে কোনোদিন যেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক মামলা নিষ্পত্তি করতে বেঞ্চে বসতে না পারেন।
‘আর্মি অফিসাররা অবসরে গেলে তার দায়িত্ব কর্তব্য যেমন শেষ হয় না, তেমনি কোনো বিচারপতি অবসরে গেলে তার দায়িত্ব শেষ হয়ে যায় না উল্লেখ করে এ আইনজীবী আরো বলেন, ‘যেকোনো বিচারপতি অবসরে যাওয়ার পরও রাষ্ট্রের প্রয়োজনে প্রধান বিচারপতি মনে করলে তাকে বিচারিক কাজে নিয়োগ দিতে পারবেন। কিন্তু এই বিচারপতি যেন কোনোদিন তার নামের আগে বিচারপতির পদ ব্যবহার না করতে পারেন, পাশাপাশি কোনো সুযোগ সুবিধাও যেন না নিতে পারেন।’
তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত এ বিচারপতি সুপ্রিম কোর্টের ৫০০ আইনজীবীকে হেনস্তা ও অপমান করেছে। এ বিচারপতির বিরুদ্ধে আমি প্রধান বিচারপতির কাছে বিচার চেয়ে একটি আবেদন করেছিলাম। সে আবেদনের শুনানি করে এ বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠনের আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:০৬:৩৭ ২৩০ বার পঠিত