রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৬
সবচেয়ে সুখের বয়স ৬৫-৭৯
Home Page » এক্সক্লুসিভ » সবচেয়ে সুখের বয়স ৬৫-৭৯বঙ্গ-নিউজ ডটকমঃ
৬৫ থেকে ৭৯ বছরের লোকজন সবচেয়ে সুখী হন। তবে ৪৫ থেকে ৫৯ বছরের লোকজনের মধ্যে জীবনের ওপর তৃপ্তিবোধের মাত্রা থাকা অনেক কম। রোববার যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিক রিসার্চের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যে বিভিন্ন বয়সের প্রায় ৩ লাখ লোকের ওপর জরিপ চালিয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক। এতে দেখা গেছে, স্বাস্থ্যসহ পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ৮০ বছর বয়স থেকে সুখের মাত্রা কমতে থাকে।। তবে চাকরি থেকে অবসরের পর অফুরন্ত সময় হাতে থাকে ৬৫ থেকে ৭৯ বছরের লোকজনের মাঝে। বয়স বিবেচনায় এই গ্রুপের লোকজনই সবচেয়ে বেশি সুখী। তবে জীবনের তৃপ্তিবোধ সবচেয়ে কম ৪৫ থেকে ৫৯ বছরের লোকজনের মাঝে। এই বয়সী নারীদের তুলনায় পুরুষরা আবার বেশি অসুখী। এই বয়সী লোকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার মাত্রাটা সবচেয়ে বেশি। গবেষকদের মতে, সম্ভবত সন্তান বড় হয়ে যাওয়ায় তাদের লালন-পালন নিয়ে উদ্বেগের কারণেই এই বয়সী লোকেরা অসুখী হয় বেশি। গবেষণায় আরো দেখা গেছে, অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও যারা লিভটুগেদার করেন তাদের তুলনায় বিবাহিতরা বেশি সুখী। বেকারদের তুলনায় চাকরিজীবীরাও বেশি সুখী। তবে এদের মধ্যে যারা খণ্ডকালীন চাকরি করে, তারা সবচেয়ে বেশি সুখী। এছাড়া তারা ধর্ম মানেন না তাদের তুলনায় ধার্মিকেরা বেশি সুখী বলেও জানানো হয়েছে গবেষণা প্রতিবেদনে।
বাংলাদেশ সময়: ১৩:৪০:১৬ ৩৯৪ বার পঠিত