শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬
ফেসবুকের যুগপূর্তি
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ফেসবুকের যুগপূর্তি
বঙ্গনিউজ ডটকমঃসামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ৪ ফেব্রুয়ারি তার ১২তম জন্মদিনটিকে ‘বন্ধু দিবস’ হিসেবে পালন করেছে। এ দিনটি উপলক্ষে বন্ধু দিবস প্রোফাইল পেজ ভিডিও ফিচার, নতুন দুটি স্টিকার প্যাক ও বিভিন্ন তথ্য উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এর আগে এ বছরের জানুয়ারি মাসে ফেসবুকে করা এক পোস্টে ৪ ফেব্রুয়ারি ফেসবুক ব্যবহারকারীদের বন্ধু দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকে এ আহ্বান জানিয়ে তিনি সবার কাছ থেকে বন্ধুত্বের গল্প শুনতে চান। ফ্রেন্ডস ডে ভিডিওতে বিশেষ মূহুর্ত নির্বাচন করে দেওয়ার এবং সম্পাদনা করে ফেসবুকে শেয়ার করার সুযোগ রয়েছে। facebook.com/stickers লিংক থেকে স্টিকার ডাউনলোড করা যাবে যা মেসেঞ্জারে ব্যবহার করা যাবে।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের। সারা বিশ্বে এখন ফেসবুক ব্যবহারকারী এক শ ৫৯ কোটি।
উল্লেখ্য, সারা বিশ্বে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বিশ্ব বন্ধু দিবস হিসেবে পালিত হয়।
বাংলাদেশ সময়: ১০:৪৩:১৪ ২৪৬ বার পঠিত