শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০১৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ

Home Page » আজকের সকল পত্রিকা » গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ
শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০১৬



 133711_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

ওভার টাইমের টাকা পরিশোধ করার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের টিএনটি গেট এলাকায় বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এপকট এ্যাপারেলস ও জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিরা বিক্ষোভ, ভাঙচুর ও অবরোধ করে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান বিষয়টি জানান। আন্দোলনরত শ্রমিকরা জানান, ৩১ জানুয়ারি শ্রমিকদের ওভারটাইমের টাকা পরিশোধের কথা থাকলেও তা না করে বৃহস্পতিবার পরিশোধ করার কথা বলে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবারও ওই টাকা পরিশোধ না করলে শ্রমিকরা বিকেলে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টা করে। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আগামি রবিবার ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৫৫   ২৫৬ বার পঠিত