মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬

সাদা–কালোর ধারায়

Home Page » ফিচার » সাদা–কালোর ধারায়
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃ ফেব্রুয়ারি মাস এলেই নানা অনুষ্ঠান আয়োজনে বেশির ভাগ মানুষ সাদা-কালো পোশাক পরেন। আমাদের পাশাপাশি বাংলাদেশে এসে বিদেশি নাগরিকেরাও পরেন সাদা–কালো পোশাক।

বাংলাদেশে বেড়াতে এসে নকশার ফটোশুটে অংশ নিলেন ইউক্রেনের মডেল লুবোভ। পোশাক: বিবিয়ানা, ছিব: কবির হোসেন, সাজ: কিউবেলা, স্থান: চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়পোশাক: হুর, ওড়না: সাদাকালো

দুটি রং৷ সাদা আর কালো৷ একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে হেঁটে যাওয়ার মানুষের পরনে এই দুটো রঙের পোশাক। নির্দিষ্ট একটি দিন ছেড়ে যা এখন ছড়িয়ে পড়েছে মাসজুড়ে। ফেব্রুয়ারি এলেই নানা আয়োজন, নানা অনুষ্ঠান। তাই সাদা-কালো রং দুটি ছুঁয়ে যায় এ দেশের মানুষকে৷ পোশাকের ওপরে যার প্রকাশ থাকে সবচেয়ে বেশি৷ একুশে ফেব্রুয়ারি এখন তো আর শুধু আমাদের নয়, এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় গোটা বিশ্বে। শুধু এদেশের নাগরিকই নয় বাংলাদেশে যারা বিদেশি থাকেন, তাঁদের অনেকেই ফেব্রুয়ারির নানা আয়োজনে বেছে নেন সাদা-কালোয় মেলানো পোশাক।

.

ডিজাইনার ও ফ্যাশন পরামর্শক চন্দ্রশেখর সাহা বলেন, ‘সাদা এমন একটা রং, যা কখনো কারও বিরুদ্ধে যায় না৷ এই রংটা সবাইকে মানসিক শান্তি দেয়৷ স্বাধীনতারও আগে থেকে আমরা একুশে ফেব্রুয়ারিতে সাদা-কালো রঙের ব্যবহার শুরু করি৷ এখন তো সেটা একটা ধারাই হয়ে গেছে। আমাদের ভালোবাসা, অনুভূতির বহিঃপ্রকাশ হচ্ছে এই সাদা-কালো রং দিয়েই৷ আজকাল অবশ্য তার সঙ্গে অল্প করে যোগ হয়েছে লাল৷’

মাসব্যাপী বইমেলা ও সাহিত্যবিষয়ক নানা অনুষ্ঠান থাকায় পোশাকে সাদা-কালো রং বেছে নেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যেই। ডিজাইনাররাও তাই এই রংগুলো নিয়ে নানা ধরনের নিরীক্ষার মাধ্যমে পোশাককে সমৃদ্ধ করছেন৷

শুধু এই দুটি রংকে ধরেই যে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যেতে পারে, ফ্যাশন হাউস সাদাকালো তা করে দেখিয়েছে৷ সাদাকালোর ডিজাইনার তাহসিনা শাহিন বলেন, ‘সাদা আর কালো—এ দুটি রং ঘিরেই হবে সব পোশাকের নকশা৷ আমাদের এই ধারণা শুনে, অনেকেই তখন শঙ্কার কথা বলেছেন৷ তবু আমরা শুরু করেছি৷ মানুষ সেটা গ্রহণ করেছে৷ ফেব্রুয়ারি মাসে সাদা-কালোর একটা বিশেষ কদর তো আছেই, বছরের অন্য সময়েও আমরা ভালো সাড়া পাই সাদাকালো পোশাক দিয়ে৷’

কালো শোকের রং হিসেবে পরিচিত। আর সাদা শান্তির প্রতীক। কালোর সঙ্গে সাদার সমন্বয় ঘটিয়ে যে নকশা করা হয়, তা শান্ত-স্নিগ্ধ একটা ভাব এনে দেয়। পুরো ফেব্রুয়ারি মাসেই পোশাকে দেখা যায় এমন রং৷ এই সময়ে দেশজ শিল্প-সংস্কৃতির নানা অনুষ্ঠান, বইমেলা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—সব মিলিয়ে সাদার উপস্থিতি নজর কাড়ে সবার৷

শাড়ি: আড়ং, ব্লাউজ: হুর

শুধু দেশের মানুষ না, বাংলাদেশে থাকা বিদেশিদের অনেককে এই সময়টাতে পরতে দেখা যায় সাদা-কালো পোশাক৷ আন্তর্জাতিক সংস্থা হেলথব্রিজের আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশে কাজ করছেন দেবরা ইফরইমসন৷ অনেক বছর ধরেই তিনি বাংলাদেশে আছেন। ভালোবাসেন এ দেশের শাড়ি৷ দেবরা ইফরইমসন বলেন, ‘আমেরিকা থাকতে আমি পোশাকে সাদা-কালো রং কখনো বেছে নিতাম না৷ বাংলাদেশে আসার পর দেখলাম একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখে এ দেশের মেয়েরা সাদা শাড়ি পরে৷ ফেব্রুয়ারিতে পড়ে সাদা–কালো। অনেক মানুষ রংকে ভালোবেসে পোশাকে ফুটিয়ে তুলছে৷ শাড়ি পরার ইচ্ছে হলো, একসময় পরলাম৷ ফেব্রুয়ারি মাসে শাড়ি, কামিজ বা অন্য কোনো পোশাক পরলেও সেটায় সাদা-কালো রং বেছে নিই৷ রংগুলো এখন ভালোবাসা আর শ্রদ্ধা থেকেই পছন্দ করি৷’

.

নকশার এই আয়োজনের পরিকল্পনা থেকেই যোগাযোগ করা হয় ইউক্রেনের মডেল লুবোেভর সঙ্গে৷ বাংলাদেশে বেড়াতে আসা এই বিদেশি মডেল আমাদের পরিকল্পনা শুনেই রাজি হলেন ফটোশুটে৷ দিনব্যাপী ফটোশুট শেষ করে লুবোভ বলেন, ‘এই থিমের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মিল আছে শুনেই আমি কাজটা করতে চেয়েছি৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুরো অবদানটাই তো বাংলাদেশের! অন্য পোশাকের সঙ্গে শাড়ি পরে মডেল হয়েছি৷ এটা ছিল আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা৷ এতো লম্বা একটা কাপড় কীভাবে পড়া হয় সেটা এখনো আমার কাছে বিষ্ময়ের। এ ছাড়া সাদা–কালো রঙের প্রতি আমার দুর্বলতা আছে৷ এ দুটি আমার প্রিয় রং।’

একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে রং, এখন তা পুরো মাসেই বিভিন্ন পোশাকে দেখা যাচ্ছে৷ শাড়ি বা কামিজে শুধু বর্ণমালা বা শহীদ মিনারের নকশা নয়, অন্য ধরনের থিমও থাকছে সাদা-কালো নকশায়৷ শীতের সন্ধ্যায় দাওয়াতে যাওয়া পশ্চিমা পোশাক পরা তরুণী হয়তো সাদা খাদির একটা চাদর জড়িয়ে নিচ্ছেন শরীরে৷ রাতের দাওয়াতে কালো আর সাদা নকশার ট্রেন্ডি স্কার্টও পরেন অনেকে৷ ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী ও ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘সাদা-কালো রং কিন্তু আমাদের বেশ আদি রং৷ এই অঞ্চলে শুরুর দিকের পোশাক হিসেবে শাড়ি বা ধুতির রং কিন্তু সাদাই ছিল। এরপর সাদা শাড়ির চিকন পাড়ে এল কালো রং৷ ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠানে দিনের বেলা সাদা শাড়ির সঙ্গে কালো ব্লাউজ বা রাতের অনুষ্ঠানে কালো শাড়ি বেছে নেওয়া যায়৷ একটা সাদা টপ পরলে তার সঙ্গে কালো রঙের বটম মানাবে৷ পালাজ্জো, পায়জামা বা প্যান্ট হতে পারে কালো৷’

সাদা রঙের পাশাপাশি দেশের আবেগ আর ভালোবাসায় মোড়ানো কাপড় খাদি বা আদ্দির ব্যবহার বাড়ছে নানাভাবে৷ সময়ের সঙ্গে তাল মেলাতে মোটা কাপড় হিসেবে পরিচিত খাদি এখন পাতলা হয়ে গেছে ডিজাইনারদের নিরীক্ষায় অমসৃণ ভাব ছেড়ে অনেকটা মসৃণ হয়ে গেছে খাদি৷ সাদা থেকে আরও সাদা হওয়া এসব কাপড় দিয়েও তৈরি হচ্ছে ফেব্রুয়ারির পোশাক৷ সবার ওপরে ক্রেতার আরামটাই গুরুত্ব পাচ্ছে পোশাকে৷ তাই সুতির মধ্যেই নানা ধরন দেখা যাচ্ছে আজকাল৷ নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান মনে করেন, ‘সাদা বা কালোর আবেদন ভবিষ্যতে আরও বাড়বে৷ কারণ, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের অনুভূতি, ভালোবাসা আর শ্রদ্ধা৷ দেশি কাপড়ের সঙ্গে এই রংগুলো আমাদের আপন হয়ে উঠছে৷’

বাংলাদেশ সময়: ১৮:১৪:৫১   ১১৪৮ বার পঠিত